/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/06/cats_2612e9.jpg)
'মেরা দিল ইয়ে পুকারে আজা'-এর পর ফের সেনশন আনলেন পাক তরুণী, নাচে ভুবন ভরিয়ে দিলেন
পাকিস্তানি মেয়ের এই নাচ আপনাকে হতবাক করে দেবে, সারা বিশ্বে ভাইরাল হচ্ছে এই ভিডিও।
পাকিস্তানি মেয়ের আরও একটি দুর্দান্ত নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। সবুজ পোশাকে এই মেয়েকে নাচতে দেখে সবাই তার ভক্ত হয়ে উঠেছেন।
প্রায়ই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় বিভিন্ন ভিডিও। তার মধ্যে অধিকাংশ ভিডিও হয় নাচের নয়তো গানের। সম্প্রতি এক পাকিস্তানি তরুণীর দুর্দান্ত নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। সবুজ পোশাকে তরুণীর অসাধারণ নাচ দেখে সকলেই তার ভক্ত হয়ে উঠেছেন। সোশ্যাল মিডিয়ায় মানুষ এই ভিডিওটি বেশ পছন্দ করছেন।
২০১২ সালে অর্জুন কাপুর এবং পরিণীতি চোপড়ার ছবি ইশাকজাদে-এর সুপারহিট গানে তাকে নাচতে দেখা যায়। মেয়েটির ডান্স মুভ সবাইকে পাগল করে দিয়েছে। এই ভিডিওটি @KumarSahil30 নামে একটি অ্যাকাউন্টের মাধ্যমে মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম X-এ শেয়ার করা হয়েছে। যা এক হাজারের বেশি মানুষ দেখেছেন।
আরও পড়ুন : < Trending Video: টেবিল ফ্যানের ভোলবদল, রাতারাতি এসিতে রুপান্তর, এমন কীর্তি চমকে দিতে বাধ্য! >
पडोसियों के यहां से फिर एक वीडियो वायरल हो रहा है। #PakistaniGirl#ViralVideos#Trending#Pakistanpic.twitter.com/n8Pujm4oeD
— Kumar Sahil (@KumarSahil30) February 26, 2023
গত বছর পাকিস্তানের 'মেরা দিল ইয়ে পুকারে আজা' গানে আয়েশা নজর নামের এক তরুণীর নাচের ভিডিও ভাইরাল হয়েছিল। এরপর অল্প সময়ের মধ্যেই সোশ্যাল মিডিয়া সেনসেশনে পরিণত হন তিনি।