Advertisment

Trending Video: বিকট শব্দে ফাটল সোফা, ফুটবলের মত শূন্যে উড়ে ডিগবাজি ব্যক্তির, চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ্যে

দৃশ্য দেখে লোকজনের মধ্যে হৈচৈ পড়ে যায় এবং সবাই তাকে তুলতে ছুটে যায়।

author-image
IE Bangla Web Desk
New Update
"Viral Video Today,Sofe Me Hua Blast,Google Trends,Trending Video,Sofa Blast Video,Dangerous Video,Viral

সোফায় বিস্ফোরণ

Trending Video: সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন কয়েক হাজার ভিডিও ভাইরাল হয়। তাদের মধ্যে মাত্র কয়েকটি ভিডিও মানুষের হুঁশ উড়িয়ে দেয়। বর্তমানে তেমনই এক ভিডিও সামনে এসেছে। যা দেখে নিজের চোখকেও বিশ্বাস করতে পারছেন না কেউই।

Advertisment

ভাইরাল হওয়া এই ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন যে অনেক লোক এক সঙ্গে সোফায় বসে রয়েছেন। সামনে রাখা রয়েছে একটি টেবিল। কোনো বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা চলছিল। সবাই একসঙ্গে কথা বলছিল। ঠিক সেই সময় প্রচণ্ড শব্দে ফেটে যায় সোফাটি। বিস্ফোরণের সঙ্গে সঙ্গেই সেখানে বসা ব্যক্তি ফুটবলের মতো উড়ে কয়েক ফুট দূরে গিয়ে পড়েন । তা দেখে লোকজনের মধ্যে হৈচৈ পড়ে যায় এবং সবাই তাকে তুলতে ছুটে যায়।

এই দৃশ্য দেখার পর যে কোনো মানুষ চমকে যাবেন। এখন প্রশ্ন হল সোফাটি কেন ফাটল। আপনি যদি ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন তবে আপনি বুঝতে পারবেন যে সোফার ভিতরে ভর্তি কুশনের বাতাস দ্রুত নির্গত হওয়ার কারণেই বিস্ফোরণ ঘটে। ভিডিওটি memes.pvtltd নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আপলোড করা হয়েছে। এই ভিডিওটি এখন পর্যন্ত লক্ষাধিক মানুষ দেখেছেন।

Viral Video Trending
Advertisment