scorecardresearch

বেনরসের ঘাটে বেহালার সুরধ্বনি! মন্ত্রমুগ্ধ নেটিজেনরা

ভাইরাল ভিডিও ইন্টারনেট ব্যবহারকারীদের মন জয় করেছে।

viral video,trending Video, violin video, musical video, banaras news, up news, mumbai news, viral news, viral video, man playing violin at banaras ghat, viral video of banaras ghat, trending video, music, music lover, musical instrument, social media, viral reel

বারানসীর একটি ঘাটে মুম্বইয়ের এক ব্যক্তির বেহালার সুরে মন্ত্রমুগ্ধ নেটপাড়া। ‘তুম তক’ বাজানোর ভাইরাল ভিডিও ইন্টারনেট ব্যবহারকারীদের মন জয় করেছে।

সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন গুণী শিল্পীর নানান প্রতিভা ভাইরাল হয়। এমন সব প্রতিভা আপনাকে তাক লাগিয়ে দিতে বাধ্য। তবে আপনি যদি সঙ্গীত প্রেমী হন তবে এই ভিডিওটি আপনারই জন্য। বেনারসের একটি ঘাটে বেহালার সুরে নেটিজেনদের বিভোর করে দিয়েছেন এক শিল্পী। বলিউডের গানের সুরেলা চমক সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

বেনারসের একটি ঘাটে মুম্বইয়ের এক শিল্পীর বেহালায় “তুম তক” বাজানোর একটি ভিডিও অনলাইনে ভাইরাল হয়েছে। ইয়াদেশ রাইকার এই মিউজিক্যাল ক্লিপটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। ইন্সটা বায়োতে, তিনি নিজেকে মুম্বইয়ের একজন সঙ্গীতশিল্পী, বেহালাবাদক এবং হিসেবে বর্ণনা করেছেন। এই আকর্ষণীয় ক্লিপে, শিল্পীকে বেনারসের একটি ঘাটে বেহালা নিয়ে বসে থাকতে দেখা যায়। ভিডিওটি তাকে “রানঝানা” চলচ্চিত্রের জনপ্রিয় গান “তুম তাক” এর সুর বেহালায় বাজাতে দেখা যাচ্ছে।  

অনলাইনে শেয়ার হওয়ার পর এই ভিডিওটি এখন পর্যন্ত ৩ লাখের বেশি বার দেখা হয়েছে। ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা এই ভিডিওটি দেখার পরে মন্ত্রমুগ্ধ হয়েছেন এবং মন্তব্য বিভাগে মুম্বাইয়ের সকলেই শিল্পীর প্রশংসা করেছেন।

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Bengali App.

Web Title: Trending violin player593305