New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/02/donald-trump-policy.jpg)
অপ্রস্তুতে পরে যান স্পিকার ন্যান্সি পেলোসি।
স্টেট অব দ্য ইউনিয়নে বক্তৃতা দিতে গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বক্তৃতা শেষে একটি কপি তুলে দেন পিছনে দাঁড়ানো ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এবং হাউসের স্পিকার ন্যান্সি পেলোসির হাতে। এরপরই, হাত বাড়িয়ে দিলেন পেলোসি। কিন্তু তাঁর দিকে চেয়েও দেখলেন না প্রেসিডেন্ট। অপ্রস্তুতে পরে যান ন্যান্সি পেলোসি।
বুধবার থেকে সোশাল মিডিয়ায় ভাইরাল পেলোসি-ট্রাম্পের ভিডিও। এছাড়াও আরেকটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে পেলোসি উঠে দাঁড়িয়ে ট্রাম্পের বক্তৃতার কপি ছিঁড়ে ফেললেন।
কিন্তু কেন হাত মেলাননি, তা এখনও স্পষ্ট নয়।
Watch President Donald Trump snub top Democrat Nancy Pelosi's outstretched hand, while Pelosi rips apart a copy of his remarks at the pic.twitter.com/2vXQmG342p
— ساهر (@GoldenEye_2011) February 5, 2020
Is this normal? pic.twitter.com/cI7YKH5350
— Nitish Kumar Singh (@NitishKumarSi17) February 6, 2020
Read the full story in English