New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/10/cats-155.jpg)
লক্ষ লক্ষ মানুষ দেখেছেন এবং হাজার হাজার মানুষ ভিডিওটি শেয়ারও করছেন।
লক্ষ লক্ষ মানুষ দেখেছেন এবং হাজার হাজার মানুষ ভিডিওটি শেয়ারও করছেন।
ট্রেনে হামেশাই বিনা টিকিটে থাকা যাত্রীদের জরিমানা করতে দেখা যায় টিকিট পরীক্ষককে। এবার খাস বন্দে ভারত ট্রেনে টিকিট না কেটে সওয়ার এক পুলিশ আধিকারিক। টিকিট পরীক্ষককে দেখে আজব সাফাই। ভিডিও ভাইরাল হতেই তোলপাড় পড়ে যায় নেট দুনিয়ায়।
উত্তরপ্রদেশ পুলিশ প্রায়ই খবরের শিরোনামে থাকেন। এবার আবারও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল এক ইউপি পুলিশকর্মীর ভিডিও। দেখা যাচ্ছে যে এক পুলিশ কর্মী বন্দে ভারত এক্সপ্রেসে টিকিট ছাড়াই চড়েছেন। টিটিই বিষয়টি জানতে পারলে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। টিটিই স্পষ্ট বলেছে যে আপনার যদি পাসের টিকিট না থাকে তবে আপনি বাসে যেতে পারেন।
এই ভিডিওটি ট্রেনে বসে থাকা এক যাত্রী রেকর্ড করেছেন এবং সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। এখন বিষয়টি বেশ ভাইরাল। আসলে, টিকিট পরীক্ষক যখন ওই পুলিশ কর্মীর কাছে টিকিট দেখতে চান তখন তিনি ইউনিফর্মকেই ঢাল করার চেষ্টা করেন। কিন্তু টিকিট পরীক্ষক কোন কথা শুনতে রাজী নন। তিনি ওই পুলিশ কর্মীকে বলেন টিকিট ছাড়া ট্রেনে ভ্রমণ করা বেআইনি, তখন ইন্সপেক্টর বললেন যে তিনি ইন্টারসিটি এক্সপ্রেস মিস করেছেন তাই তিনি বন্দে ভারতে চড়েছেন।
এর পরে টিকিট পরীক্ষককে বলতে শোনা যায় ‘আপনি যদি অন্য ট্রেন মিস করেন তবে আপনি টিকিট ছাড়া এখানে বসতে পারেন না। আপনি বাসে চেপে গন্তব্যে যান। পরবর্তী স্টেশনে ওই পুলিশ কর্মীকে নেমে যাওয়া নির্দেশও দেন টিকিট পরীক্ষক। টিটিই-এর কঠোর মনোভাব দেখে পরের স্টেশনে ট্রেন থেকে নামতে বাধ্য হন পুলিশ ইন্সপেক্টর। ভিডিওটি X-এ শেয়ার করা হয়েছে। লক্ষ লক্ষ মানুষ দেখেছেন এবং হাজার হাজার মানুষ ভিডিওটি শেয়ারও করছেন।
Verbal Kalesh b/w TTE and Police Officer over Police Officer was Travelling without ticket pic.twitter.com/LhS4I56CzW
— Ghar Ke Kalesh (@gharkekalesh) October 12, 2023