Advertisment

ধ্বংসস্তূপের নীচে আটকে বিড়াল ছানাও, চোখে মুখে আতঙ্ক উদ্ধারে প্রাণপাত, দেখুন viral video

আবেগঘন ভিডিওটির সত্যতা জানলে আপনিও অবাক হবেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Cat Rescue Video fact check,Cat rescue video,Syria-Turkey border,Earthquake in Syria,Earthquake in Turkey,Earthquake in Turkey and syria,earthquake in turkey syria,earthquake 2022,Earthquake again,Earthquake Alerts,Turkey में भूकंप,Cat stuck in earthquake debris,Cat rescued from Turkey,Ajab Gajab news,Trending news,Weird news,Turkey,बिल्ली का रेसक्यू वीडियो,तुर्की,सीरिया,भूकंप,Turkey Syria Earthquake,Turkey Earthquake,Earthquake,Syria Earthquake,cat rescued fact check,Live updates,Cat,cat viral video,kitten rescue videos,Trending Video,Viral News In Hindi,Viral Video News,zara hatke,ndtv zara hatke videos,news,Social Media,Entertainment News In Hindi,Tv News And Gossip,Amazing Video,Shocking Video,hilarious video"

পর পর তিনটি ভূমিকম্প, তাসের ঘরের মত ভেঙে পড়ল শ’য়ে শ’য়ে বহুতল। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে রয়েছেন এখনও অজস্র মানুষ। এমনই আশঙ্কা স্থানীয় প্রশাসনের। এর মাঝেই ভাইরাল একটি ভিডিও, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়া একটি বিড়াল ছানাকে উদ্ধার করছে উদ্ধারকারী দলের সদস্যরা। টানা প্রায় ১৮ ঘণ্টা আটকে থাকার পরেও বিড়াল ছানাটি একেবারে সুস্থ রয়েছে। মানুষজনের সঙ্গে পশুদের উদ্ধারের এই ভিডিও নজর কেড়েছে সকলের। তবে এই ভিডিও'র আড়ালে থাকা সত্যতা জানলে অবাক হবেন আপনিও।

Advertisment

শ্মশানের নীরবতা, মৃত্যুমিছিল! হাড়হিম ঠাণ্ডায় খানিক হলেও ব্যহত উদ্ধারকাজ, নিশ্চিহ্ন হয়ে গিয়েছে গাজিয়ানটেপ দুর্গ। ২২০০ বছরে পুরনো রোমান স্মৃতিস্তম্ভ। সোমবার তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভুমিকম্পে মৃতের সংখ্যা পেরিয়েছে ১৫ হাজার। প্রচণ্ড ঠান্ডায় ব্যহত হচ্ছে উদ্ধারকাজ। বিপর্যয়ের পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান দেশে সাত দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন। এরদোগান টুইটারে লিখেছেন, “৬ ফেব্রুয়ারি আমাদের দেশে যে ভূমিকম্প আঘাত হেনেছে, তাতে অনেক ক্ষতি হয়েছে। সঙ্কটের এই মুহূর্তে সাত দিনের জাতীয় শোক পালন করা হবে”। সোমবার তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভুমিকম্পের পর দেশ জুড়ে হাহাকার মৃত্যু মিছিল। খাবার-জল নেই, যোগাযোগ বিচ্ছিন্ন, পরিজনদের চিন্তায় ঘুম উড়েছে ভারতে থাকা তুর্কিদের।

পর পর তিনটি ভূমিকম্প হয় তুরস্কে। কম্পনের মাত্রা ছিল ৭.৮, ৭.৬ এবং ৬। প্রথম কম্পনটির উপকেন্দ্র ছিল সিরিয়া সীমান্তে গাজিয়ানটেপ প্রদেশের নুরদুগি এলাকায়। দ্বিতীয়টি কাহরামানমারা প্রদেশের একিনজুতে হয়। শেষ কম্পনটি এই প্রদেশেরই গোকসুন এলাকায় হয়।

তুরস্ক-সিরিয়ায় মৃত্যুমিছিলের জেরে সমব্যথী ভারত। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোকবার্তা জানিয়েছেন। সেই সঙ্গে পাশে থাকার বার্তা দিয়েছেন। ভারতের তরফে ত্রাণসামগ্রী এবং উদ্ধারকাজের জিনিসপত্র নিয়ে এনডিআরএফ সার্চ অ্যান্ড রেসকিউ টিম, ডগ স্কোয়াড, চিকিৎসা সামগ্রী, ড্রিল মেশিন, দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

ভূমিকম্প বিধ্বস্ত তুরস্কে এখন শ্মশানের নীরবতা। প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগান সাতদিনের জাতীয় শোক ঘোষণা করেছেন। সোমবার ভোর রাতে ভূমিকম্পের জেরে তুরস্কে ভয়াবহ পরিস্থিতিতে শোকস্তব্ধ তিনি। তাঁর সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আমেরিকার তরফে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি।

টুইটার হ্যান্ডেলের মাধ্যমে শেয়ার করা হয়েছে ভিডিওটি, লক্ষ লক্ষ মানুষ এই ভিডিওটি দেখেছেন। ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, 'সারা দিন ধ্বংসস্তূপে চাপা পড়ে বিড়ালের জীবন রক্ষা পেল। উদ্ধারকারী দলকে ধন্যবাদ’। ভাইরাল হওয়া এই ভিডিওতে চারদিকে ধ্বংসস্তূপ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তারই মাঝে আটকে একটি বিড়াল।

সেটিকে নিরাপদে বের করে আনতে প্রাণপাত করছেন উদ্ধারকারী দলের সদস্যরা। আবেগঘন ভিডিওটির সত্যতা জানলে আপনিও অবাক হবেন। ক্রমশ ভাইরাল হওয়া এই ভিডিওটি তুরস্কের সাম্প্রতিক ভূমিকম্পের নয়, ২০২০ সালের। ৩ বছর আগে তুরস্কের ইজমির শহরে ভূমিকম্পে বহু মানুষ প্রাণ হারিয়েছিলেন। এই সময় ভূমিকম্পের ফলে ধ্বংসস্তূপে চাপা পড়ে অনেক প্রাণীও। অনেকেই এই ভিডিওকে চলতি ভূমিকম্পের সময়ের বলেও দাবি করছেন। যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

Viral Video Turkey Earthquake
Advertisment