একদম অন ক্যামেরা গালাগালি দিয়ে ফেলেছিলেন টিভি রিপোর্টার। তা নিয়েই এখন উত্তাল অস্ট্রেলিয়া। লাইভ ব্রডকাস্ট এ সেই কাণ্ড এখন সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল।
চ্যানেল নাইনের রিপোর্টার লানা মার্ফি একটি স্থানের নাম উচ্চারণে সমস্যার মুখে পড়তেই বিরক্তির সঙ্গেই বলে 'এফ ওয়ার্ড' উচ্চারণ করে ফেলেন। ভিক্টরিয়া প্রদেশে করোনা ভাইরাসের প্রকোপ নিয়ে কথা বলার সময়েই হোঁচট খান একটি জায়গার নাম উচ্চারণ করার সময়। সেই সময় ও ক্যামেরা তাঁকে হেসে বলতে শোনা যায়, "** মাই লাইফ"। তারপর হাসিতে ফেটে পড়েন ক্যামেরা ক্রু-রাও।
আরও পড়ুন
‘ভাত-ঘুমে’ বাঁদর, ঢুলু ঢুলু নিদ্রার ভিডিওয় মজা সকলের
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিনি তৎক্ষণাৎ বিষয়টি হেসে উড়িয়ে দেন। নিজের চুল ঠিক করতেও দেখা যায় তাঁকে। স্টুডিওই সেই সময় সঞ্চালিকা আলিসিয়া লক্সলে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত না করেই অনুষ্ঠান চালিয়ে যান। পরে যদিও তিনি ক্ষমাপ্রকাশ করে বলেন, "আগের রিপোর্টে অসাবধানতা বশত কিছু অশালীন শব্দ ব্যবহার করে ফেলায় আমরা দুঃখিত।"
ক্ষমা চেয়ে নিলেও নির্দিষ্ট অনুষ্ঠানের সেই অংশটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। সেই সাংবাদিক পরে ব্যক্তিগতভাবে সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চেয়ে নেন। তবে অনেকেই অবাক হয়েছেন, এডিট করে ফুটেজের সেই অংশটি কেন বাদ দেওয়া হল না!
Thanks for the love friends & apologies to those who got more than they bargained for on @9NewsMelb. Unfortunately the wrong version (clearly) of a pre-record made it to air but thankfully I have a great boss and I’ll be back on your screens tomorrow. 2020 though am I right? ????????♀️
— Lana Murphy (@LanaMurphy) August 4, 2020
It’s the 2020 slogan xxx
— Annie Kearney (@anniemaykearney) August 4, 2020
By the sounds of it, sorry i missed it.
— Appliance Industries (@ApplianceInd) August 4, 2020
You are an absolute professional and also just straight up legend ????????
— Bridget Davies (@_bridgetdavies) August 4, 2020
You are an absolute professional and also just straight up legend ????????
— Bridget Davies (@_bridgetdavies) August 4, 2020
Happy to have a laugh in this tricky time Lana ! You’ll always be the upmost professional
— Liam Vertigan (@VertiganLiam) August 4, 2020
প্রসঙ্গত লাইভ ব্রডকাস্ট হলেও কিছুক্ষন আগে থেকেই ফুটেজ সংগ্ৰহ করে তা সম্পাদনা করে তা সম্প্রচার করা হয়। সেই ফুটেজটি সম্ভবত ভুল বশত ব্যবহার করে ফেলা হয়। লানা মার্ফি পরে নিজেও এই বিষয়টি তুলে ধরেন। নিজের টুইটারে তিনি লেখেন, "ভুল করে অসম্পাদিত ফুটেজ সম্প্রচার করা হয়েছে। তবে আমার বস দারুণ। আগামীকালই পর্দায় দেখা যাবে আমাকে।"
Read the full article in ENGLISH
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন