scorecardresearch

বড় খবর

পছন্দের পাত্রকেই বিয়ে যমজ বোনের, ভিডিও দেখে চোখ কপালে নেটপাড়ার

এই বিয়ে নিয়ে বিতর্কের জন্ম হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

পছন্দের পাত্রকেই বিয়ে যমজ বোনের, ভিডিও দেখে চোখ কপালে নেটপাড়ার

মহারাষ্ট্রে ঘটে যাওয়া এক অদ্ভুত ঘটনা সোশ্যাল মিডিয়া ইউজারদের ঘুম কেড়ে নিয়েছে। দুই যমজ বোন বিয়ে করেছেন একজনকেই। জানা গিয়েছে দুজনেই পেশায় আইটি ইঞ্জিনিয়ার। ছোট থেকেই দুই বোন একেবারে হরিহর আত্মা। কিন্তু তা বলে বিয়ের ক্ষেত্রেও একজন সঙ্গীকেই বেছে নিয়েছেন দুই বোন। এই খবরে তোলপাড় নেটদুনিয়ায়।

তাদের বিয়ের একটি ভিডিও ক্রমশ ভাইরাল হচ্ছে নেটদুনিয়ায়। যেখানে দেখা গিয়েছে পিঙ্কি এবং রিঙ্কি অতুল নামে এক যুবককের গলায় মালা পড়াচ্ছেন। ভিডিও দেখে চোখ কপালে নেটপাড়ার। জানা গিয়েছে দুই বোন আইটি ইঞ্জিনিয়ার কাজ করেন মুম্বইয়ের এক নামী সংস্থায়।

আরও পড়ুন: [ ভোজপুরি গানে ক্লাসরুমের শিক্ষিকার উত্তাল নাচ, ভিডিও ভাইরাল হতেই তুমুল ট্রোল ]

কিছুদিন আগেই তাদের বাবা মারা যাওয়ার পর থেকেই মা’কে নিয়ে দুজনে থাকতে শুরু করেন। কিন্তু দিন কয়েক আগে মা হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন। সেই সময় দুই বোন অতুলের গাড়িতে করে হাসপাতালে যেতে শুরু করেন। সেখান থেকে আলাপ, ঘনিষ্ঠতা। এবং অবশেষে বিয়ের সিদ্ধান্ত। ভিডিওটি ইতিমধ্যে ১২ হাজার বার দেখা হয়েছে। একই বাড়িতে একসঙ্গে বেড়ে ওঠার কারণে দুই বোন অতুলকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। তবে এই বিয়ে নিয়ে বিতর্কের জন্ম হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Bengali App.

Web Title: Twin engineer sisters from maharashtra marry same man videos goes viral