Advertisment

অক্ষয়ের মেয়ে মেকআপ আর্টিস্ট! লকডাউনে সাজিয়ে তুলেছে মা টুইঙ্কেলকে

নম্রতা সোনিকে ট্যাগ করে লিখেছেন 'দেখ তোমাকে বড়সড় টক্কর দিতে চলেছে আগামী দিনে ৷'

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

স্টুডিও ছেড়ে লকডাউনে ঘরবন্দি ব্যস্ত তারকারা ৷ সাম্প্রতিক কালের সোশাল মিডিয়ায় দেখা গিয়েছে পরিবারকে সময় দিচ্ছেন সকলে। বাড়িতে বসে কী করছেন তা তুলে ধরছেন সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে। অক্ষয় কুমারের স্ত্রী টুইঙ্কেল খান্না বেশ কিছু ছবি শেয়ার করেছেন। যার অধিকাংশটাই মেয়ের সঙ্গে কাটানো গুরুত্বপূর্ণ সময়। যা মন কেড়েছে নেট নাগরিকদের।

Advertisment

টুইঙ্কল খান্না একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন যেখানে তিনি কাঁচা হাতের মেকআপে সেজে উঠেছেন। কে সেই মেকআপ আর্টিস্ট। তার সঙ্গে পরিচয় অবশ্য নায়িকাই ভক্তদের পরিচয় করিয়ে দিয়েছেন। ছবি শেয়ার করে তিনি লিখেছেন, সাত বছরের মেয়ে নিতারাও তাঁকে সাজিয়েছে। নম্রতা সোনিকে ট্যাগ করে লিখেছেন 'দেখ তোমাকে বড়সড় টক্কর দিতে চলেছে আগামী দিনে ৷'

Read the full story in English

Akshay Kumar
Advertisment