শিল্পপতি হর্ষ গোয়েঙ্কা এমনিতেই অ্যাকটিভ থাকেন সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি একজন টুইটার ব্যবহারকারী শিল্পপতিকে অনুরোধ করেন একটি ক্রিকেট খেলার ভিডিও পোস্ট করার। এমনিতেই শিল্পপতি হর্ষ গোয়েঙ্কা একজন সুদক্ষ ক্রিকেটার এবং ক্রিকেটপ্রেমী। অনুরাগীরা এই অনুরোধ কোনভাবেই উপেক্ষা করতে পারেননি তিনি। টুইটারে তিনি তার একটি পুরনো দিনের ক্রিকেট খেলার ভিডিও পোস্ট করেন। তা সামনে আসতেই মুহূর্তেই ভাইরাল হয়েছে সেই ভিডিও।
ভিডিওতে দেখা যাচ্ছে বিজনেস আইকন কোন এক ক্রিকেট দলের সঙ্গে ক্রিকেট খেলছেন। মূলত ব্যাটসম্যানের ভূমিকায় দেখা যায় তাঁকে। বল ব্যাটে অসামান্য কম্বিনেশন ধরা পড়েছে এই ভিডিওতে। যেখানে বল ব্যাটে পেয়েই তুলে মারতে দেখা গেছে তাঁকে।
সেই সঙ্গে তিনি রান নিতে ব্যস্ত। সবচেয়ে মজার বিষয় হল, রান নেওয়ার সময় ছুটতে গিয়ে হোঁচট খেয়ে টাল সামলাতে না পেরে পড়ে যান তিনি। মুহূর্তেই তিনি নিজেকে সামলে নিয়ে আবার ও উঠে দৌড়াতে শুরু করেন। ক্রিকেটের প্রতি তাঁর এই ভালোবাসা সকলেই মুগ্ধ করেছে। অজস্র কমেন্টে ভরে উঠেছে ভিডিও। অনেকে আবার তাঁর ব্যাটিং দক্ষতার প্রশংসা করেও কমেন্ট করেন।