New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/05/Ivanka-trump.jpg)
ডোনাল্ড ট্রাম্প এবং মাইক পেন্স উভয়ই তাদের পরিবার নিয়ে উত্্ত্ক্ষেপণ দেখতে এসেছিলেন।
দু'জন নাসার মহাকাশ বিজ্ঞানীকে নিয়ে বিশেষ মহাকাশযান স্পেসএক্স রকেটের উত্্ক্ষেপন হওয়ার কথা ছিল বুধবার। কিন্তু, আবহাওয়া খারাপ থাকার কারণে উড়তে পারে না স্পেস এক্স। এদিন, স্পেস এক্সের উত্্ক্ষেপণ দেখতে স্ব-পরিবারে কেপ ক্যানাভেরালের কেনেডি স্পেস সেন্টারে গিয়েছিলেন ট্রাম্প। কিন্তু করোনার ভয়াবহ পরিস্থিতির মধ্যে মাস্ক না পরেই স্ত্রীকে নিয়ে উপস্থিত হয়েছিলেন তিনি। একমাত্র কন্যা ইভানকা ট্রাম্প এবং তার সন্তানদের মুখোশ পরে থাকতে দেখা গিয়েছে। বর্তমানে এই নিয়ে অনলাইনে একটি বিতর্ক সভা তৈরি হয়েছে।
NONE OF THEM ARE WEARING MASKS DURING A GLOBAL PANDEMIC BECAUSE CULTURE WAR. https://t.co/1cKQZZzVwB
— Molly Jong-Fast???? (@MollyJongFast) May 27, 2020
ডোনাল্ড ট্রাম্প এবং মাইক পেন্স উভয়ই তাদের পরিবার নিয়ে উত্্ত্ক্ষেপণ দেখতে এসেছিলেন। ট্রাম্প, বিশেষ ধরণের রকেট দেখে অবাক হয়েছেন।
— Acyn Torabi (@Acyn) May 27, 2020
NONE OF THEM ARE WEARING MASKS DURING A GLOBAL PANDEMIC BECAUSE CULTURE WAR. https://t.co/1cKQZZzVwB
— Molly Jong-Fast???? (@MollyJongFast) May 27, 2020
NONE OF THEM ARE WEARING MASKS DURING A GLOBAL PANDEMIC BECAUSE CULTURE WAR. https://t.co/1cKQZZzVwB
— Molly Jong-Fast???? (@MollyJongFast) May 27, 2020
এরকম জনবহুল জায়গায় কীভাবে তিনি মাস্ক ছাড়া যেতে পারেন, তাই নিয়ে বিতর্ক শুরু হয়েছে। গতকাল বিকেলে লঞ্চ হওয়ার কথা ছিল স্পেস এক্স। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে বাতিল করতে হয় যাত্রা। অবশ্য আগাম দ্বিতীয় একটি তারিখ ও সময় নির্ধারিত ছিল। সেই নির্ঘণ্ট অনুযায়ী ৩০ মে লঞ্চ হবে স্পেস এক্স ডেমো ২। এদিন দুপুর ৩.২২ মিনিটে পৃথিবী প্রদক্ষিণ করতে যাবে এই বিশেষ রকমের মহাকাশ যান। যেটিকে সর্বপ্রথম ব্যক্তিগত মহাকাশযান হিসেবে মনে করা হচ্ছে।