Advertisment

ক্রেডিট কার্ড দিয়ে ৫০ হাজার টাকার খেলনা অর্ডার অনলাইনে, ভিরমি খেয়েছেন মা

বার্বি ড্রিম হাউজ থেকে শুরু করে পি জে মাস্ক, একাধিক গেমিং সেট অনলাইনে অর্ডার করেছেন তার দুই সন্তান।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

একের পর এক খেলনা এসে হাজির হচ্ছে বাড়িতে। যা দেখে চক্ষু চরক গাছ মায়ের। কে বা কারা এই উপহার পাঠাচ্ছে বাড়িতে?
সেই প্রশ্ন করেন তার সন্তানদের। যার ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।

Advertisment

চার ও ছয় বছরের দুই কন্যা সন্তানকে প্রশ্ন করেন মা। আর তাতের মুখে সমস্ত ঘটনা শুনে ভিরমি খেয়েছেন মা। অ্যামাজন অ্যালেক্সার সাহায্যে মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানের এই দুই খুদে পছন্দ মত খেলনা অর্ডার করে গিয়েছে। সোশাল মিডিয়ায় একাংশ জানিয়েছে, বড়দিনে নিজেকে উপহার দিয়েছেন তারা। বাড়িতে অত্যাধুনিক ডিভাইস অ্যালেক্সা রাখার যে কী বিপদ তা হাড়ে হাড়ে টের পেলেন তিনি।

আরও পড়ুন:জোর চর্চা সোশাল মিডিয়ায়,’ঠোঁট’কে সুন্দর করতে শরীরে ১৭ বার অ্যাসিড ইনজেকশন, তারপর…

বার্বি ড্রিম হাউজ থেকে শুরু করে পি জে মাস্ক, একাধিক গেমিং সেট অনলাইনে অর্ডার করেছেন তার দুই সন্তান। কিন্তু কীভাবে তারা ব্যবহার করল ‌আমাজন ‌‌‌অ্যালেক্সা? ভিডিওতে দেখা যাচ্ছে, মায়ের প্রশ্নের উত্তরেই তারা জানাচ্ছে আমাজন অ্যালেক্সার থেকে নিয়মাবলি জেনে নিয়েই নাকি তারা এই কাণ্ড ঘটিয়েছে। ডেইলি মেইলের এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ডেইলি মেইলের প্রতিবেদনে উল্লেখ রয়েছে, একটা কী দুটো খেলনা রেখে বাকি সব ফিরিয়ে দিয়েছে।

viral
Advertisment