New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/09/snake-fighting-ceiling.jpg)
বান্ধবী কার? এই নিয়েই যুদ্ধ বাধল দুই পুরুষ পাইথনের মধ্যে। অবাক হলেন তো? পুরোটা জানতে ভিডিওটি দেখুন
বান্ধবী কার? এই নিয়েই যুদ্ধ বাধল দুই পুরুষ পাইথনের মধ্যে। অবাক হলেন তো? বিষয়টি একেবারেই সত্যি। অন্তত এমনটাই বলছেন অস্ট্রেলিয়ার এই মহিলা। হঠাৎই তাঁর বাথরুমের সিলিং থেকে লাফ দিল দুটো পাইথন, শুরু হল খন্ডযুদ্ধ। ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে। এদিন সেই দুই বৃহদায়তন সাপের মারামারির ভিডিওটি তোলেন ওই মহিলা। এবং আপলোড করেন নিজের ফেসবুকে। দেখুন সেই অত্যাশ্চর্য ভিডিও।