Advertisment

এক ম্যাগিতে জোড়া মশলা প্যাকেট! হুল্লোড় এবার জমাটি

এই টুইট নেটিজেনদের নজরে আসতেই তা ভাইরাল হয়ে যায়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সেই টুইট ৮.৭ হাজার বার লাইক করা হয়েছে। নেটিজেনরা অবশ্য শশান্তের মতই উত্তেজিত।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

এক প্যাকেট ম্যাগিতে দুটো মশলা! এমনটা হয় নাকি! আজ্ঞে এমনটাও হয়। সকলেই অবশ্য শশান্ত দ্বিবেদীর মত এতটা সৌভাগ্যবান নয়। যে এক প্যাকেট ম্যাগিতে জোড়া মশলা প্যাকেট আদায় করে নেবেন।

Advertisment

এক টুইটার ব্যবহারকারী শশান্ত দ্বিবেদী এমনটাই কান্ড ঘটিয়ে ফেলেছেন। নিজের টুইটার একাউন্ট থেকে তিনি লিখলেন যে ম্যাগিতে মশলা প্রাপ্তির কী সৌভাগ্য তিনি অর্জন করে ফেলেছেন।

আরও পড়ুন

আঁখ মারে! ঠাকুমার কোমরের ঝটকায় ‘দিল ধড়কাল’ সারা-রণবীরেরও, দেখুন ভিডিও

নিজের টুইটার থেকেই তিনি দুটো ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে একটা ছোট ম্যাগি নুডলসের প্যাকেট থেকেই বেরোচ্ছে জোড়া মশলা প্যাকেট। তার পরেই তিনি এই দারুন খবর নেটিজেনদের সঙ্গে শেয়ার করে নেন। ক্যাপশনে তিনি লেখেন, "আমি একদম মিথ্যা বলছি না। ছোট এক প্যাকেট ম্যাগিতে দুটো মশলা পেয়েছি।"

এই টুইট নেটিজেনদের নজরে আসতেই তা ভাইরাল হয়ে যায়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সেই টুইট ৮.৭ হাজার বার লাইক করা হয়েছে। নেটিজেনরা অবশ্য শশান্তের মতই উত্তেজিত। কমেন্ট সেকশনে তারা ভরিয়ে দিচ্ছেন মন্তব্যের পর মন্তব্যে। এরমধ্যে একদল নেট নাগরিক বলছেন শশান্ত 'সুপার লাকি'। অন্যদের ধারণা যদিও শশান্ত পুরো বিষয়টি বানিয়েছেন। অনেকে কমেন্ট সেকশনে মিমও শেয়ার করেছেন।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

viral news
Advertisment