New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/03/cats-196.jpg)
সোশ্যাল মিডিয়ায় সবার নজর কেড়েছে এই ভিডিও।
সোশ্যাল মিডিয়ায় সবার নজর কেড়েছে এই ভিডিও।
সোশ্যাল মিডিয়ায় সবার নজর কেড়েছে এই ভিডিও।
মোটর বাইকের উপরে ‘বাইক’ চাপিয়ে সওয়ার ২ আরোহী। ভাইরাল ভিডিও দেখে চমকে উঠলো নেটপাড়া। সম্প্রতি একটি ভিডিও ক্রমশ ভাইরাল হচ্ছে। যেখানে একটি বাইকের ওপরে দু'জনকে অন্য আরেকটি বাইক নিয়ে বসে থাকতে দেখা যায়। যা দেখে বেশ অবাক হয়েছেন ব্যবহারকারীরা। প্রায়ই আমরা সোশ্যাল মিডিয়াতে এরকম কিছু দেখতে পাই। যা দেখে রীতিমত ভিরমি খেতে হয়। সম্প্রতি এমনই একটি ভিডিও সামনে এসেছে। যা দেখে তাজ্জব নেটিজেনরা।
ভাইরাল এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে সিরাজ নূরানী নামের একটি টুইটার অ্যাকাউন্ট থেকে। যার ক্যাপশনে লেখা হয়েছেএই ভিডিওটি ঔরঙ্গাবাদের। তথ্য অনুসারে জানা গিয়েছে এক ব্যক্তি ঋণ পরিশোধ করতে না পারায় ফাইন্যান্স কোম্পানির রিকভারি এজেন্টরা তার বাইকটি তুলে নিয়ে যাচ্ছে। বাইকটি স্টার্ট না হওয়ায় বাইকটিকে অন্য একটি বাইকের ওপরে তুলে নেন রিকভারি এজেন্টরা।
#viralvideo
It is being claimed that after a man from #Vaijapur in #Aurangabad defaulted on his bike #loan installments, #Finance company's #recovery agents seize his bike, n unable to start, carried it on their 2wheeler#Maharashtra
Via-@MohammedAkhef pic.twitter.com/RVGTFe3AZU— Siraj Noorani (@sirajnoorani) March 17, 2023
সোশ্যাল মিডিয়ায় এভাবে ‘ঋণ আদায়ের’ ঘটনা দেখে বেশ অবাক হচ্ছেন ব্যবহারকারীরা। একই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় সবার নজর কেড়েছে এই ভিডিও। লক্ষ লক্ষ মানুষ এই ভিডিওটি দেখেছেন, যা সোশ্যাল মিডিয়ার অনেক প্ল্যাটফর্মে দ্রুত শেয়ার করা হচ্ছে। অন্যদিকে, বেশিরভাগ ব্যবহারকারী বলছেন যে আজকাল অনেক প্রাইভেট ফাইন্যান্স কোম্পানি ঋণ দিয়ে এভাবে সাধারণ মানুষকে কার্যত পথে বসাচ্ছে