Advertisment

শূন্যে ভেসে দোল খেতে গিয়ে চরম পরিণতি, viral video দেখে বুক কেঁপে উঠবে

হঠাৎ এমন কিছু ঘটল যা দেখা মাত্রই আপনার বুক কেঁপে উঠবে।

author-image
IE Bangla Web Desk
New Update
girls swinging video,swing viral video,

শূন্যে ভেসে দোল খাওয়ার নেশায় চরম পরণতি, ভিডিও দেখলে বুক কেঁপে উঠবে

পাহাড়ের খাড়া ঢালে দোল, এরপর যা হল ভিডিও দেখে আপনার বুক কেঁপে উঠবে। কিছু মানুষ আছেন যারা অ্যাডভেঞ্চার উপভোগ করতে ভালবাসেন। তবে অ্যাডভেঞ্চারের নেশায় মাঝে মধ্যে তারা এমন কিছু কাজ করে বসেন যার জন্য তাদের মারাত্মক খেসারত দিতে হয়।

Advertisment

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিওতে দেখা যাচ্ছে পাহাড়ে খাদের ঢালে দুই তরুণী দোলনায় দোল খাচ্ছে। পিছনে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি দোলনাটিকে এত জোরে দুলিয়ে দিচ্ছে যে তারা শূন্যে ভেসে দ্রুত খাদের দিকে চলে যাচ্ছে এবং তারপরে পাহাড়ের কোলে ফিরে আসছে। কিন্তু হঠাৎ এমন কিছু ঘটল যা দেখা মাত্রই আপনার বুক কেঁপে উঠবে। দোলনা সামনের দিকে ঠেলে দেওয়ার সময় সেটি ধাক্কা খেয়ে আটকে যেতেই দুই মহিলা পাহাড়ের খাড়া ঢাল বেয়ে ৬০০০ ফুট নীচে পড়ে যায়।

টুইটারে শেয়ার করা এই ভিডিওটি ১৮ মিলিয়নেরও বেশি বার দেখা হয়েছে। একই সঙ্গে এ ধরনের খেলাধুলা বিপজ্জনক ও এই ধরণের উন্মাদনাকে এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন ব্যবহারকারীরা। একজন ব্যবহারকারী লিখেছেন, 'সবচেয়ে মর্মান্তিক ভিডিও। দুর্ঘটনার পরেও মানুষ ভিডিও তৈরি করতে ব্যস্ত।'

viral
Advertisment