New Update
/indian-express-bangla/media/media_files/QKDru4Y3Shly7PHa5hZR.jpg)
প্রকাণ্ড কুমিরকে কোলে বসিয়ে বাইকে নিয়ে সওয়ার দুই আরোহী।
প্রকাণ্ড কুমিরকে কোলে বসিয়ে বাইকে নিয়ে সওয়ার দুই আরোহী।
Trending Video: প্রকাণ্ড কুমিরকে কোলে বসিয়ে বাইকে নিয়ে সওয়ার দুই আরোহী। তোলপাড় ফেলা ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কখন কোন ভিডিও সামনে আসবে তা আগে থেকে বলা মুসকিল। তবে মাঝে মধ্যে এমন সমস্ত ভিডিও ভাইরাল হয়, যা দেখে সাধারণ মানুষের কালঘাম ছুটে যায়। এমনই এক ভিডিও সম্প্রতি ভাইরাল। যা দেখে নিজের চোখকেও বিশ্বাস করতে পারছেন না নেটিজেনরা।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে একটি হাড়হিম করা ভিডিও। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, বাইকে করে একটি কুমিরকে কোলে বসিয়ে সওয়ার দুই আরোহী। এক ব্যক্তি বাইক চালাচ্ছেন। অন্য ব্যক্তি তার কোলে প্রকাণ্ড ওই কুমিরটিকে ধরে নিয়ে বসে আছেন। এই ভিডিও দেখে নিজের চোখকেও বিশ্বাস করতে পারছেন না মানুষজন।
@gharkekalesh নামে একটি অ্যাকাউন্টের মাধ্যমে মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম X (আগের টুইটার) এ শেয়ার করা হয়েছে ভিডিওটি। খবর লেখা পর্যন্ত ভিডিওটি দেখেছেন ১১ লাখ মানুষ। হাজার হাজার মানুষ ভিডিওতে কমেন্ট করে তাদের মতামত জানিয়েছেন।
Two young men took a crocodile found in Vishwamitra river in Vadodara to the forest department office on a scooter🫡
— Ghar Ke Kalesh (@gharkekalesh) September 1, 2024
pic.twitter.com/IHp80V9ivP