New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/11/ie-UAE-based-Indian-businessman-hosts-daughters-wedding-aboard-a-private-jet.jpg)
ভারতীয় ব্যবসায়ী দিলীপ পপলি একটি প্রাইভেট জেটে চড়ে তার মেয়ের বিয়ের আয়োজন করেছিলেন।
বোয়িং 747 ফ্লাইটটি ৩৫০ জন অতিথিকে নিয়ে দুবাই থেকে ওমান পর্যন্ত তিন ঘন্টার যাত্রা শুরু করে।
ভারতীয় ব্যবসায়ী দিলীপ পপলি একটি প্রাইভেট জেটে চড়ে তার মেয়ের বিয়ের আয়োজন করেছিলেন।
প্রাইভেট জেটে মেয়ের বিয়ের আয়োজন। আর এমনই এলাহি আয়োজন এখন সোশ্যাল মিডিয়ার সংবাদ শিরোনামে। যার ভিডিও দ্রুত ভাইরাল হচ্ছে নেটদুনিয়ায়। সংবাদ সংস্থা পিটিআইয়ের পোস্ট করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে যে ২৪ নভেম্বর বোয়িং 747 বিমানে ৩৫০ অতিথি নিয়ে বিয়ের অনুষ্ঠান সেলিব্রেট করছেন এক ব্যবসায়ী।
দুবাই থেকে ওমান পর্যন্ত তিন ঘন্টার বিমান যাত্রায় সম্পুর্ণ হয় বিয়ের যাবতীয় অনুষ্ঠান। কী নেই তাতে? নাচ-গান-খানা-পিনার এলাহি আয়োজন।নববধূ বিধি পপলি বলেন, “আমি খুবই উত্তেজিত। আমি কখনও কল্পনাও করতে পারিনি। আমি আমার বাবা বিয়েতে এমন কিছু আয়োজন করবেন"। ভিডিওটি লক্ষ লক্ষ ভিউয়ের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। প্রচুর মানুষজন তাদের মতামত তুলে ধরেছেন ভিডিওটিতে।
VIDEO | UAE-based Indian businessman Dilip Popley hosted his daughter's wedding aboard a private Jetex Boeing 747 aircraft on November 24, in Dubai.
(Full video available on PTI Videos - https://t.co/n147TvqRQz) pic.twitter.com/lciNdxrmzz— Press Trust of India (@PTI_News) November 25, 2023