New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/04/cats-181.jpg)
ভারতীয় ঐতিহ্যকে বিশ্বমঞ্চে মেলে সম্বলপুরি শাড়িতে ম্যারাথনে অংশ নিয়ে চমক মধুস্মিতার
ভারতীয় ঐতিহ্যকে বিশ্বমঞ্চে মেলে ধরেছেন মধুস্মিতা
ভারতীয় ঐতিহ্যকে বিশ্বমঞ্চে মেলে সম্বলপুরি শাড়িতে ম্যারাথনে অংশ নিয়ে চমক মধুস্মিতার
সম্বলপুরি শাড়ি পরে ৪২ কিলোমিটারের বেশি ম্যারাথন দৌড়ে ছুটে তাক লাগালেন ভারতীয় মহিলা। কথায় আছে শাড়িতেই নারী। দিন কয়েক আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমনই এক ভিডিও যাতে শাড়ি পরে বল পায়ে মহিলাদের মাঠ শাসন করতে দেখা গিয়েছে। এবার ফের এক ভারতীয় মহিলার ভিডিও ভাইরাল হয়েছে। যিনি ম্যানচেস্টার ম্যারাথনে সাড়ে ৪২ কিলোমিটার পথ শাড়ি পরে দৌড়ে সকলকে তাক লাগিয়ে দেন।
An Odia living in Manchester, UK ran the UK’s second largest Manchester Marathon 2023 wearing a Sambalpuri Saree !
What a great gesture indeed 👏
Loved her spirit 👍#Sambalpur you have a distinct inclusive cultural identity that arises from the strong association of the… pic.twitter.com/zqsUtQcO4e— dD@$h (@dashman207) April 18, 2023
ব্রিটেনে এক ভারতীয় মহিলা সম্বলপুরি শাড়ি পরে ম্যানচেস্টার ম্যারাথনে অংশ নিয়ে সাড়ে ৪২ কিলোমিটার দীর্ঘ পথ দৌড়েছেন। রেসের ছবি সামনে আসতেই মানুষজনের মধ্যে উত্তেজনার পারদ চড়তে শুরু করে। ভিডিওতে একটি লাল শাড়ি এবং কমলা স্নিকার্স পরে, ৪১ বছর বয়সি মধুস্মিতাকে দীর্ঘ দূরত্ব শাড়ি পরে দৌড়াতে দেখা গিয়েছে। তার এই পথ পাড়ি দিতে সময় লেগেছে ৪ ঘণ্টা ৫০ মিনিট ৷ এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় মানুষের প্রতিক্রিয়া দেখার মত। তাঁর কীর্তিতে গর্বিত ইংল্যান্ডবাসী ওড়িশার ভূমিপুত্র ও কন্যারা৷ সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মধুস্মিতা জানিয়েছেন তিনি যে পোশাকে স্বচ্ছন্দ তাতেই দৌড়তে অভ্যস্ত৷
উল্লেখ্য, 'ফ্রেন্ডস অফ ইন্ডিয়া সোসাইটি ইন্টারন্যাশনাল ইউকে'-এর অফিসিয়াল টুইটার হ্যেন্ডেলে ম্যারাথন দৌড়ের একটি ভিডিও শেয়ার করেছে। ভিডিওতে, মধুস্মিতাকে শাড়ি পরে আরামে দৌড়াতে দেখা যাচ্ছে। ভিডিওটিতে লেখা আছে, 'মধুস্মিতা জেনা, একজন ভারতীয়, যিনি ব্রিটেনের ম্যানচেস্টারে থাকেন, একটি সুন্দর সম্বলপুরি শাড়ি পরে ২০২৩ সালের ম্যারাথনে ভারতীয় ঐতিহ্য প্রদর্শন করছেন। তিনি ভারতীয় ঐতিহ্যকে বিশ্বমঞ্চে মেলে ধরেছেন।
An Odia living in Manchester, UK ran the UK’s second largest Manchester Marathon 2023 wearing a Sambalpuri Saree !
What a great gesture indeed 👏
Loved her spirit 👍#Sambalpur you have a distinct inclusive cultural identity that arises from the strong association of the… pic.twitter.com/zqsUtQcO4e— dD@$h (@dashman207) April 18, 2023
মধুস্মিতা বিশ্বজুড়ে অনেক ম্যারাথন এবং আল্ট্রা-ম্যারাথনে দৌড়েছেন এর আগে। সম্প্রতি তিনি শাড়ি পড়ে ব্রিটেনে ভারতীয় সম্প্রদায়কে তাদের ঐতিহ্যকে তুলে ধরে গর্বিত করেছেন। সবাই তার অনন্য স্টাইলের প্রশংসা করছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, 'সত্যিই অনুপ্রেরণাদায়ক এবং সর্বোপরি, ভারতীয় নারী হিসাবে আপনার এই প্রচেষ্টাকে স্যালুট।' অন্য একজন ব্যবহারকারী লিখেছেন, ‘ভারতের জনগণের জন্য একটি গর্বের মুহূর্ত।'