সব বাঁধা পেরিয়ে ঠাকুমার ইচ্ছাপূরণে প্যারিস ভ্রমণ, চিকিৎসক নাতির প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া

ঠাকুমা-নাতির জুটির প্রশংসা জানিয়েছে অজস্র ইউজার।

ঠাকুমা-নাতির জুটির প্রশংসা জানিয়েছে অজস্র ইউজার।

author-image
IE Bangla Web Desk
New Update
UK dentist with Grandmother video,UK dentist video,यूके के डेंटिस्ट और दादी का वीडियो,UK dentist,Paris,Viral Video,Internet,trip,trip to Paris,Trending Video,Viral News In Hindi,Viral Video News,zara hatke,ndtv zara hatke videos,news,Social Media,Entertainment News

ঠাকুমার স্বপ্নপূরণে প্যারিস ভ্রমণ, চিকিৎসকের উদারতার প্রশংসা ইন্টারনেট জুড়েই। ছোট বেলায় সকলেই দাদু, ঠাকুমার কাছে গল্প শুনে, তাঁদের আদর-ভালবাসাকে সঙ্গে নিয়ে বড় হই। বড় হওয়ার সঙ্গে সঙ্গে সবকিছুই যেন বদলে যেয়। পড়াশুনার চাপ, কর্মব্যস্ততা আমাদের শৈশবের সেই হারিয়ে যাওয়া স্মৃতিকে ক্রমশই দূরে ঠেলতে থাকে। ধীরে ধীরে নিজেদের জগতেই হারিয়ে যাই। বাবা-মা’র সঙ্গে সঙ্গে দাদু-ঠাকুমার প্রতি অনেকেই সেভাবে সময় দিতে পারেন না। তবে ঠাকুমার ইচ্ছাপূরণে তাকে নিয়ে প্যারিস ভ্রমণে গিয়েছে দৃষ্টান্ত গড়লেন এক চিকিৎসক। তার সেই কাহিনী সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

Advertisment

ঠাকুমা ও নাতির ছুটি কাটানোর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে। আর সেই ভিডিও অনেকেই নস্ট্যালজিক করে তুলেছে। ইনস্টাগ্রামে ভাইরাল ভিডিওতে দেখা যায়, একজন বৃদ্ধা হোটেলের জানালা থেকেই বাইরের মনোরম দৃশ্য উপভোগ করছেন। প্যারিসের রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন এবং কেনাকাটা করছেন। এর পাশাপাশি, তিনি ফ্রেঞ্চ খাবারগুলিও খাওয়ারও চেষ্টা করছেন, সঙ্গে রয়েছেন তাঁর চিকিৎসক নাতিকেও। ঠাকুমা-নাতি জুটিকে প্যারিসের রাস্তায় ঘুরতে এবং ছবি তোলার জন্য পোজ দিতে দেখা যাচ্ছে ভিডিওতে। কেনাকাটার সময় নাতিকেও মজার ভঙ্গিতে ঠাকুমার জন্য হাই হিল জুতো পছন্দ করতে দেখা যায়।

Advertisment

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তা মানুষের জন জয় করে নিয়েছে। এখনও পর্যন্ত প্রায় চার লাখের বেশি মানুষ ভাইরাল এই ভিডিওটি দেখেছেন। সকলেই ঠাকুমার ইচ্ছাপূরণে নাতির এই প্রচেষ্টার প্রশংসা করেছেন। কমেন্টে এক ইউজার লিখেছেন, ‘আপনি সত্যি করের এক ভদ্রলোক’। সেই সঙ্গে ঠাকুমা-নাতির জুটির প্রশংসা জানিয়েছে অজস্র ইউজার।

viral