মুহুর্মুহু গোলাবর্ষণ, তার মাঝেই 'স্বপ্নের' বিয়ে সারলেন ইউক্রেনের এই যুগল

ভালবাসা বেঁচে থাক হাজার বছর.......

ভালবাসা বেঁচে থাক হাজার বছর.......

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

এক প্রেমিক যুগল তাঁদের স্বপ্নের বিয়েকে বিসর্জন দিয়ে সাদামাটাভাবে বিয়ে সারলেন।

ইউক্রেনের ২৩টির বেশি প্রদেশে হামলা চালিয়েছে রাশিয়া। যুদ্ধবিমান থেকে ফেলা হচ্ছে ভয়ঙ্কর বোমা। যে আকাশে পাখি ওড়ে, সেই অনন্ত আকাশ ঝলসে যাচ্ছে বারুদ-আগুনে। আজাকিভ বন্দরে হামলা হয়েছে। খারকভ শহর এবং আজাকিভ বন্দরে লাগাতার বিস্ফোরণে মৃত্যু হয়েছে ১০ জন নিরীহ নাগরিকের। ভেঙে পড়ছে একের পর এক বসতি, বাড়িঘর। মানুষের তৈরি অস্ত্রে মরছে মানুষ! একজন মানুষের মৃত্যু মানে কতগুলি সম্পর্কের মৃত্যু? কত না বলা কথা, স্বপ্ন, প্রেম!

Advertisment

যুদ্ধের দামামা, মুহুর্মুহু বিস্ফোরণের শব্দ, পুলিশ–অ্যাম্বুলেন্সের সাইরেন যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের এই দৃশ্য দেখে স্তম্ভিত গোটা বিশ্ব। এরই মাঝে এক প্রেমিক যুগল তাঁদের স্বপ্নের বিয়েকে বিসর্জন দিয়ে সাদামাটাভাবে বিয়ে সারলেন। কেবল সাদামাটা বললে ভুল বলা হবে। এই জীবনে একসঙ্গে থাকার শেষ ইচ্ছাকে পুর্ণতা দিতেই নিজেদের বিয়েটা সেরে ফেললেন এই দম্পতি।

ইয়ারিনা আরিয়েভা এবং তাঁর সঙ্গী স্যাভিয়াতোস্লাভ ফুরসিন পরিকল্পনা করেছিলেন যে তাঁরা ইউক্রেনের রাজধানী কিয়েভে এক রেস্তোরাঁর ছাদে রাজকীয় বিয়ে সারবেন এই বছরের মে মাসে। এই রেস্তোরাঁটি নিপার নদীর ধারে অবস্থিত, যার উৎস এসেছে রাশিয়ার ভল্দাই পাহাড় থেকে। কিন্তু এই যুগলকে তাঁদের বিয়ের পুরো পরিকল্পনা ত্যাগ করে তড়িঘড়ি বিয়ে সারতে হয় এই সপ্তাহে এক বৌদ্ধ গুম্ফায়। শান্ত নদীর তীর ও সুন্দর আলোকময় পরিবেশের বদলে তাঁদের বিয়ের সময় দূর থেকে ভেসে আসছিল ভয়ানক সাইরেন ও আকাশে উড়ছে রাশিয়ার যুদ্ধবিমান।

শহরটা খাঁ খাঁ করছে। রাস্তায় শুধু সেনা। মানুষজন কোনওক্রমে বাঙ্কারে পরিবার নিয়ে মাথা গুঁজেছেন। পেটে খাবার নেই। তার মধ্যে হাড় কাঁপানো ঠান্ডা। দেশের সরকার সাধারণ মানুষকেও অস্ত্র তুলে নিয়ে রাশিয়ার বিরুদ্ধে লড়ার আহ্বান জানিয়েছে। সবচেয়ে বড় কথা প্রাণটা বাঁচবে কিনা তার কোনও নিশ্চয়তা নেই। এই পরিস্থিতিতে আরিয়েভা ও ফুরসিন জানেন না তাঁদের ভবিষ্যত কি, তাই তাঁরা দুরু দুরু বুকে বিয়েটা সেরে নিলেন। প্রসঙ্গত, গত এক সপ্তাহ ধরে উত্তেজনা তুঙ্গে ছিল এবং ইউক্রেনবাসী যেটা নিয়ে ভয় পাচ্ছিলেন ঠিক সেই আশঙ্কাই সত্যি হল। রুশ বাহিনী, যাঁরা সীমান্তে ঘোরাঘুরি করছিলেন, আচমকা শহরের মধ্যে ঢুকে পড়েছে এবং একাধিক মিসাইলের বৃষ্টি হচ্ছে কিয়েভ সহ দেশের প্রধান শহরগুলিতে।

Advertisment

দেখুন বিয়ের সেই ভিডিওঃ

ইউক্রেনের বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ভয়ের রূপ নিয়েছে এবং তাঁরা সুরক্ষিত জায়গার আশায় শহর ছাড়তে শুরু করেছেন। রাস্তা এবং সাবওয়েগুলিতে শুধুই মানুষের ভিড় এবং যাঁরা শহরে বাস করতে পারছেন না তাঁরা আশ্রয় খুঁজছেন। আর ইউক্রেনের এই দৃশ্য সামনে আসার পরই এই যুগল তড়িঘড়ি বিয়ে সেরে ফেলার সিদ্ধান্ত নেন।

২১ বছরের আরিয়েভা, যিনি কিয়েভ সিটি কাউন্সিলের ডেপুটি বিয়ে করেন ২৪ বছরের সফটওয়্যার ইঞ্জিনিয়ার ফুরসিনকে। তাঁরা কিয়েভের সেন্ট মাইকেল বৌদ্ধ গুম্ফাতে এই বিয়ে করেন। ২০১৯ সালে কিয়েভে এক প্রতিবাদ চলাকালীন এই যুগলের পরিচয় হয়েছিল। আরিয়েভা বলেন, '‌এটা খুবই ভয়ানক। এটা আপনার জীবনে সবচেয়ে খুশির মুহূর্ত এবং আপনি বাইরে বেরিয়ে এই সাইরেন-বিস্ফোরণের শব্দ শুনতে পাচ্ছেন।'‌ তিনি দেশের জন্য লড়তে দৃঢ়প্রতিজ্ঞ। আরিয়েভা বলেন, '‌যেহেতু যুদ্ধ শুরু হয়ে গেছে, তাই আমরা দেশের জন্য লড়াই করতে যাচ্ছি। আমরা হয়তো মারা যেতে পারি, তবে সবকিছুর আগে একসঙ্গে থাকতে চাই আমরা।'

Ukriane couple marries