Advertisment

একরত্তির গলায় দেশপ্রেমের গান শুনে চোখে জল ধরে রাখতে পারলেন না লাখ ইউক্রেনীয়

কিয়েভের একটি আশ্রয়কেন্দ্রে লুকিয়ে থাকার সময় ‘লেট ইয়েট গো’ গানের মাধ্যমে সকলের চোখে জল এনেছিলেন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

কিয়েভের একটি আশ্রয়কেন্দ্রে লুকিয়ে থাকার সময় ‘লেট ইয়েট গো’ গানের মাধ্যমে সকলের চোখে জল এনেছিলেন।

সঙ্গীত এমন এক সৃষ্টি যা মানুষের দুঃখ হতাশাকে ভুলিয়ে দিতে পারে মুহূর্তেই। সঙ্গীতই পারে সকল হিংসার অবসান ঘটাতে। রুশ আগ্রাসনের মুখে প্রাণ বাঁচাতে হাজার হাজার মানুষ যখন আশ্রয় নিয়েছিলেন বাঙ্কারে, মেট্রো স্টেশনে সেই সময় একটি ছোট্ট মেয়ে সুরের জাদুতে সকলকে মুগ্ধ করেছিলেন। তার সেই গান ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Advertisment

সাত বছর বয়সী অ্যামেলিয়া অ্যানিসোভিচ কিয়েভের একটি আশ্রয়কেন্দ্রে লুকিয়ে থাকার সময় ‘লেট ইয়েট গো’ গানের মাধ্যমে সকলের চোখে জল এনেছিলেন। বেশ কিছুদিন পর পরিবারের সঙ্গে সেই ছোট্ট মেয়েটি পোল্যান্ডে পালিয়ে এসেছে। এবার পোল্যান্ডের একটি কনসার্টে আবারও তার গাওয়া গান ভাইরাল হয়েছে। পোল্যান্ডের এক কনসার্টে ইউক্রেনের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে তিনি দেশের প্রতি তার আগাধ ভালবাসা তুলে ধরেছেন।

সিবিএস নিজউ সূত্রে পাওয়া খবর জানা গিয়েছে "টুগেদার উইথ ইউক্রেন" কনসার্ট থেকে প্রায় ৩ লক্ষ ৮০ হাজার ডলার আয় হয়েছে যা ইউক্রেনের অসহায় মানুষের সেবায় কাজে লাগান হবে। প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে ছোট্ট মেয়েটি তার ভাই এবং দিদিমার সঙ্গে পোল্যান্ডে পালিয়ে গিয়েছে ইউক্রেনে এখন মেয়েটির মা বাবা পরিবার রয়ে গিয়েছে।

গানের এই ভিডিও ভাইরাল হতেই তাতে ইতিমধ্যেই প্রায় ৩৯ লক্ষের কাছাকাছি ভিউ হয়েছে। সেই সঙ্গে হাজার হাজার লাইক সংগ্রহ করেছে এই ভিডিও। অনেকেই ছোট্ট এই মেয়েটিকে যুদ্ধের মাঝে ‘আশার আলো’ হিসাবে বর্ণনা করেছেন। ছোট্ট মেয়েটি যাতে খুব শীঘ্রই তার বাবা মা’র সঙ্গে মিলিত হতে পারেন সেই কামনাও করেছেন অনেকেই।   

Ukrainian girl charity concert in Poland
Advertisment