Advertisment

ক্ষতবিক্ষত ক্লাবে 'জীবনমুখী' গানে হাজারো মানুষের মন কাড়ল ইউক্রেনীয় ব্যান্ড

একটি ইউক্রেন ব্যান্ড ধ্বংস হয়ে যাওয়া একটি ক্লাবের ব্যালকনিতে তাদের অনুষ্ঠান পারফর্ম করছে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

প্রতীকী ছবি

রাশিয়া ইউক্রেনের সংকটের মুখে পড়ে প্রায় ৬৫ লক্ষ মানুষ আজ তাদের ঘড়বাড়ি হারিয়েছেন সেই সঙ্গে ৩২ লক্ষের বেশি মানুষ ইউক্রেন ছেড়েছেন। এমনই তথ্য তুলে ধরল রাষ্ট্রসংঘ। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের তথ্য মতে মাত্র তিন সপ্তাহে এত বিপূল পরিমাণে মানুষের দেশ ছাড়ার ঘটনা রেকর্ড। সমীক্ষায় দেখা গিয়েছে প্রায় ১ কোটি ৩০ লক্ষ মানুষ যুদ্ধের কারণে প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্থ হয়েছেন। রাস্ট্রসংঘ আরও দাবি করেছে এই সংখ্যা আরও বাড়তে পারে। ইউএনএইচসিআর, রাষ্ট্রসংঘের শরণার্থী সংস্থা, এদিন জানিয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ইউরোপের সবচেয়ে গুরুতর শরণার্থী সংকটের সৃষ্টি করেছে এই যুদ্ধ। ইউএনএইচসিআর শুক্রবার প্রকাশিত তার সর্বশেষ পরিসংখ্যানে উল্লেখ করেছে ৩২ লক্ষেরও বেশি মানুষ ইউক্রেন ছেড়ে প্রতিবেশী দেশে চলে গিয়েছেন।

Advertisment

এর মাঝেই একটি ভিডিও ভাইরাল হয়েছে যাতে দেখা গিয়েছে ইউক্রেনের একটি জনপ্রিয় ব্যান্ড যুদ্ধের কারণে ধ্বংস হয়ে যাওয়া একটি ক্লাবের ব্যালকনিতে তাদের লাইভ অনুষ্ঠান পারফর্ম করছে। দূরে দাঁড়িয়ে রয়েছেন অগুনিত মানুষ। সেই সুর মোহিত করেছে সেই সব অসহায় মানুষদের যারা যুদ্ধের কারণে গৃহহীন হয়ে পড়েছিল। ইউক্রেনের ওডেসার বৃহত্তম এই ক্লাবটি যুদ্ধের কারণে বন্ধ থাকায় ব্যালকনিতে পারফর্ম করেছিল জনপ্রিয় এই ব্যন্ড। গ্লোবাল ন্যাশনাল নিউজের সিনিয়র করেসপন্ডেন্ট জেফ সেম্পল টুইটারে তাদের পারফরম্যান্সের একটি ছোট ক্লিপ শেয়ার করেছেন।

এখন ভাইরাল হওয়া ভিডিওতে, ব্যান্ডটিকে ওডেসার "সবচেয়ে বড় সাংস্কৃতিক" ক্লাবের ব্যালকনিতে পারফর্ম করতে দেখা যায়। তারা ক্লাবের চারপাশে জড়ো হওয়া মানুষের উদ্দেশ্যে একটি লাইভ পারফর্ম প্রদর্শন করছিল। ভাইরাল ভিডিওতে অনেকেই সেই গান উপভোগ করতে দেখা গিয়েছে। অনেকেই দূর থেকে প্রাণবন্ত সুরের প্রশংসা করেছেন। পোস্টের ক্যাপশন লেখা রয়েছে "ওডেসার সবচেয়ে বড় জ্যাজ ক্লাবটি যুদ্ধের কারণে বন্ধ রয়েছে। তাই তারা ব্যালকনি থেকে পারফর্ম করেছে,” এই ভিডিও ভাইরাল হতেই তাতে ইতিমধ্যেই লক্ষাধিক ভিউ হয়েছে। অনেকেই এমন পারফরম্যান্স দেখে মুগ্ধ হয়েছেন। সেই সঙ্গে যুদ্ধ থামার আর্জি জানিয়েছেন সকলেই।

Russia-Ukraine Conflict
Advertisment