কিয়েভের সামরিক ঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে রাশিয়ার সৈন্যরা। তবে তা প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। এক ফেসবুক পোস্টের মাধ্যমে ইউক্রেনের সামরিক বাহিনী সেনা ঘাঁটিতে হামলা প্রতিহতের কথা জানায়।
ইউক্রেনের বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, রাশিয়ান সৈন্যরা শহরের একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র দখল করার চেষ্টা করছে।
এদিকে ইউক্রেনীয় বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সের উদ্ধৃতি দিয়ে কিয়েভের স্থানীয় সরকার এক বিবৃতিতে বলেছে, কিয়েভের রাস্তায় যুদ্ধ শুরু হয়েছে। এই মুহূর্তে শহরের রাস্তায় যুদ্ধ চলছে। এসময় তিনি কিয়েভের বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে থাকতে এবং জানালা বা বারান্দার কাছে না যাওয়ার জন্য সতর্ক করেন।
রাশিয়া ইউক্রেনের মাঝে ভাইরাল হয়েছে এক ভিডিও যেখানে দেখা যাচ্ছে কিয়েভের রাস্তায় সারি সারি রুশ সৈন্যদের ট্যাঙ্কার। একের পর এক ট্যাঙ্কার কার্যত বিনাবাধায় শহরের ভিতরে ঢোকার চেষ্টা করছে। সেখানে দেখা যাচ্ছে ইউক্রেনের এক ব্যাক্তি সেই সৈন্যদের ট্যাঙ্কারের সামনে এসে দাঁড়িয়ে পড়েন এবং তাদের বাধা দেওয়ার চেষ্টা করেন।
এভাবে দেশের জন্য রাশিয়ান সেনাট্যাঙ্কের সামনে বুক পেতে দাঁড়িয়ে পড়ার ভিডিও ভাইরাল হতেই সকলেই ওই ব্যক্তির দেশপ্রেমের ভূয়সী প্রশংসা করেছেন।ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি বলেছেন যে রাশিয়ান সেনারা কিয়েভকে রাতের বেলায় "ঝড়" তোলার চেষ্টা করবে।
জেলেনস্কি গতকাল কথা বলেছেন ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁ, জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ এবং মার্কিন রাষ্ট্রপতি জো বিডেন সহ অনেক পশ্চিমী নেতৃবৃন্দের সঙ্গে। তিনি এক বিবৃতিতে জানিয়েছেন আমরা আমাদের রাষ্ট্রের জন্য আরও সাহায্য, আরও সমর্থন আশা করব, আমাদের মূল লক্ষ হল হত্যাকাণ্ডের অবসান ঘটানো।"