New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/05/cats-193.jpg)
মাত্র ৩৮ সেকেন্ডের এই ভিডিওটি দাবানলের মত সোশ্যাল মিডিয়ার একাধিক প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে
গোলের বদলে সাইকেলের পরোটার আকারের চাকা! আর এমনই উদ্ভাবন দেখে ভিরমি খাচ্ছেন নেটিজেনরা। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই চূড়ান্ত শোরগোল। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যাতে এক ব্যক্তিকে একটি পরোটার আকারের চাকার সাইকেল চালাতে দেখা যাচ্ছে। যা দেখে সবাই বেশ অবাক। এমন পরিস্থিতিতে ক্রমশ ভাইরাল হচ্ছে এই ভিডিও।
আজকাল সৃজনশীলতার নানান ভিডিও সোশ্যাল মিডিয়ায় হয়। বর্তমানে, একটি সাইকেলের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যাতে এর চাকার আকার ব্যবহারকারীদের অবাক করে দিয়েছে। এই কারণেই এই ভিডিওটি ব্যবহারকারীদের দৃষ্টি আকর্ষণ করছে।
সাধারণত, আমরা সবাই আমাদের আশেপাশে সাইকেল চালাতে দেখেছি। নিজেরাও কমবেশি সাইকেল চালিয়েছি। কিছু মানুষ আছেন ব্যায়াম করতে এবং নিজেকে ফিট রাখতে প্রতিদিন সাইকেল চালান। সময়ের সঙ্গে সঙ্গে সাইকেলের ডিজাইনে অনেক পরিবর্তন এসেছে। কিন্তু সাইকেলে চাকা সেই গোল’ই থেকে গিয়েছে। এবার যে ভিডিওটি ভাইরাল হয়েছে তাতে সাইকেলে চাকার এমন অদ্ভুত আকার দেখে পিলে চমকে উঠেছেন ইউজাররা।
A bike with wheels shaped like a Reuleaux triangle, the simplest and best known curve of constant width other than the circle
https://t.co/Kmbg5IJofX> https://t.co/y5Azw7NIyq>pic.twitter.com/agpyu2SVfz — Massimo (@Rainmaker1973) May 22, 2023
এই ভিডিওটি 22 মে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটারে শেয়ার করা হয়েছিল। মাত্র 38 সেকেন্ডের এই ভিডিওটি দাবানলের মত সোশ্যাল মিডিয়ার একাধিক প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে অজস্র লাইক-কমেন্টে ভরে উঠেছে এই ভিডিও। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় গোলের বদলে সাইকেলের বর্গাকার চাকার এমনই এক ভিডিও তোলপাড় ফেলেছিল।