New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/06/cats_295f9c.jpg)
সম্প্রতি এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে অবাক সকলেই। ভিডিওতে দেখা যাচ্ছে এক ব্যক্তিকে অনন্য সাইকেল চালাচ্ছেন।
সম্প্রতি এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে অবাক সকলেই। ভিডিওতে দেখা যাচ্ছে এক ব্যক্তিকে অনন্য এই সাইকেল চালাচ্ছেন।
সম্প্রতি এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে অবাক সকলেই। ভিডিওতে দেখা যাচ্ছে এক ব্যক্তিকে অনন্য সাইকেল চালাচ্ছেন।
Bicycle viral video: সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি ঠিক ক্রিকেটে ম্যাচের মতো। ক্রিকেটে যেমন আপনি ভবিষ্যদ্বাণী করতে পারেন না কোন ম্যাচে কী ঘটবে এবং কে ম্যাচ জিতবে, ঠিক একইভাবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও কখন কী ভিডিও ভাইরাল হবে তা আগে থেকে বলা মুশকিল। প্রতিদিন, কিছু পোস্ট দেখে মানুষ অবাক হতে বাধ্য। সম্প্রতি এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে অবাক সকলেই। ভিডিওতে দেখা যাচ্ছে এক ব্যক্তিকে অনন্য সাইকেল চালাচ্ছেন।
এমন আজব সাইকেল দেখে সকলেই চমকে উঠেছেন। কারণ প্রতিটি সাইকেলে দুটি চাকা থাকলেও এই বিশেষ সাইকেলে রয়েছে একটি মাত্র চাকা। এক ব্যক্তিকে দেখা যাচ্ছে খুব আরামে ওই সাইকেলটি চালাচ্ছেন। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হচ্ছে।
আরও পড়ুন : < Viral Video: অন্যের মুখে হাসি ফোটাতে প্রাণপাত শিল্পীর, শিল্পকর্মকে কুর্নিশ জানাল নেটপাড়া >
यह साइकिल किस ग्रह पर पाया जाता है🥰🔥#Viralvideo pic.twitter.com/eNF7Skq2QO
— Jyoti BJP Worker 💯FB (@Jyotix186531) June 13, 2024
এই ভিডিওটি @Jyotix186531 নামে একটি অ্যাকাউন্টের মাধ্যমে মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম X (আগের টুইটার) এ শেয়ার করা হয়েছে। ভিডিওটি শেয়ার করার সময় ক্যাপশনে লেখা, 'এই সাইকেলটি কোন গ্রহে পাওয়া গেছে?' খবর লেখা পর্যন্ত ভিডিওটি দেখেছেন ১ হাজারের বেশি মানুষ। ভিডিওটি দেখার পর একজন ব্যবহারকারী লিখেছেন- এমন সাইকেল প্রথম দেখলাম।