scorecardresearch

অপার বিষ্ময়ে ঘেরা ‘সবুজ ধূমকেতু’, ভিডিওতেই রয়েছে সেরা চমক

কেন এই ধুমকেতুর রঙ সবুজ? বিজ্ঞানীরা এর উত্তরে জানিয়েছেন……

Green comet, Green comet India, comet C/2022 E3 (ZTF), Why is the comet green, comet C/2022 E3 (ZTF) pictures, Science News, comet C/2022 E3 (ZTF) India timing, When and where to watch comet C/2022 E3 (ZTF

৫০ হাজার বছর পর পৃথিবীতে অনন্য ‘সবুজ ধূমকেতু’। মহাকাশ সবসময়েই রহস্যে মোড়া। মহাকাশ নিয়ে হাজারো গবেষণা হলেও মহাকাশ নিয়ে আমাদের মধ্যে জ্ঞান খুবই সীমিত। প্রতিনিয়ত মহাকাশে এমন অনেক ঘটনা ঘটে থাকে, যেগুলো সম্পর্কে একেবারেই সচেতন নই। তবে বিজ্ঞানীরাও অনেক রহস্যের সমাধান ইতিমধ্যেই করে ফেলেছেন। তার পরেও মহাকাশের জটিল রহস্যের অধিকাংশই আমাদের আজও অজানা।

নাসার এক প্রতিবেদনে বলা হয়েছে, পৃথিবীর ওপর দিয়ে চলে যাবে একটি সবুজ ধূমকেতু। এই ধূমকেতুটি ৫০ হাজার বছর আগের। তখন আদিম মানুষ এই রহস্য বুঝতে না পেরে পুরোপুরি হতবাক হয়ে যায়। একজন মহাকাশ বিশেষজ্ঞ সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে এই ধূমকেতু সম্পর্কে কিছু তথ্য সামনে এনেছেন।

সবুজ ধুমকেতু। এখন থেকে প্রায় ৫০ হাজার বছর আগে সেই প্রস্তর যুগে শেষবার দেখা গিয়েছিল তাকে। এত বছর পর আবারও ফিরে এসেছে সে। ক্রমেই পৃথিবীর কাছাকাছি আসছে বিরল এই ধূমকেতু। নাসা জানিয়েছে খালি চোখেও মানুষজন এটি দেখতে পাবেন।
এই নতুন ধূমকেতুটি মাত্র কয়েকদিন আগে আবিষ্কৃত হয়েছিল। এই নতুন ধূমকেতুটির নাম C/2022 E3 (ZTF) এর নাম দেওয়া হয়েছে ‘সবুজ ধূমকেতু’। নাসার এক প্রতিবেদনে বলা হয়েছে, বেশিরভাগ ধূমকেতু হলুদ, সাদা বা নীল আলো ছড়ায়। তবে এই ধুমকেতু একেবারে সবুজ রঙের ।

কেন এই ধুমকেতুর রঙ সবুজ? বিজ্ঞানীরা এর উত্তরে জানিয়েছে সবুজ ধূমকেতুতে ডায়াটমিক কার্বন এবং সায়ানোজেন অণু থাকে। এই দুটি অণু সূর্যের অতিবেগুনি রশ্মির সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে তারা সবুজ আলো নির্গত করে। বিশেষজ্ঞরা বলছেন, এর আলো খালি চোখেও দেখা যায়।

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Bengali App.

Web Title: Unique green comet