New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/09/viral-1000.jpg)
ধূমপান করার সময় মাস্কের সামনে থাকা চেইন খুলে ধূমপান করছেন ব্যক্তি।
ইদানিং মাস্ক নিয়ে নানা ডিজাইন দেখা যাচ্ছে সোশাল মিডিয়ায়। সোনার মাস্ক থেকে শুরু করে ডিজাইনার মাস্ক নিয়ে মানুষের মনে শুরু হয়েছে বাছাই পর্ব। ট্রেন্ড বলছে, এখন পোশাকের সঙ্গে থাকতে হবে ম্যাচিং মাস্ক।
কিন্তু মাস্ক পরে থাকলে খাবার খেতে বা ধূমপান করতে অসুবিধা হয়। এদিকে মাস্ক খোলাও সমস্যা। কারণ ঘাপটি দিয়ে বসে আছেন করোনা। তাই চেইন দেওয়া মাস্ক তৈরি করেছেন এক ব্যক্তি।
মাস্কে ঠোঁটের সামনে রয়েছে চেইন। যে ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে, ধূমপান করার সময় মাস্কের সামনে থাকা চেইন খুলে ধূমপান করছেন ব্যক্তি।
দেখুন ভিডিও
Best musk 2020????????????
Posted by Biswajit Das Gupta on Thursday, 27 August 2020