Advertisment

Viral Scooty Video: বড়ই বিচিত্র! দেখতেও অদ্ভুত, বাজার কাঁপাচ্ছে এই এক চাকার স্কুটি, দেখেছেন আগে?

ভিডিওতে দেখা যাচ্ছে এক ব্যক্তি স্কুটিতে বসে আছেন, স্কুটিটি দেখতেও বেশ অদ্ভুত।

author-image
IE Bangla Web Desk
New Update
Viral Video, Viral Scooty Video, Viral News, Trending News, Bizarre, Trending video, scooty for single person, single seat scooty, Weird Scooty,

ভিডিওতে দেখা যাচ্ছে এক ব্যক্তি স্কুটিতে বসে আছেন, স্কুটিটি দেখতেও বেশ অদ্ভুত।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কখন কোন ভিডিও ভাইরাল হবে তা আগে থেকে বলা যায় না। কিছু ভিডিও মানুষকে অবাক করে। আবার কিছু ভিডিও মানুষকে ভাবিয়ে তোলে। সোশ্যাল মিডিয়ায় যারা সব সময়ই অ্যাকটিভ থাকেন তারা খুব ভাল করেই জানেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কিছু কিছু বিষয় মানুষের হুঁশ উড়িয়ে দিতে পারে। এমনই দৃশ্য ভাইরাল হয়েছে সম্প্রতি।

Advertisment

আপনি আজ অবধি অনেক ধরণের স্কুটি বা বাইক দেখেছেন। নিয়ম অনুযায়ী, একটি টু-হুইলারে সর্বোচ্চ দুজন বসতে পারলেও অনেক সময় তিন বা চারজনকেও তাতে বসে সওয়ার করতে দেখা যায়। এমন দৃশ্যের সঙ্গে সকলেই পরিচিত। কিন্তু বর্তমানে একটি ভিন্ন ধরনের স্কুটারের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। যেখানে স্কুটিতে একজনই বসতে পারবেন।

ভিডিওতে দেখা যাচ্ছে এক ব্যক্তি স্কুটিতে বসে আছেন। স্কুটিটি দেখতেও বেশ অদ্ভুত। এই স্কুটির একটি মাত্র চাকা রয়েছে এবং সিটটিও খুব ছোট যাতে কেবল একজন মানুষ বসতে পারেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে ট্রলগ্রাম অফিসিয়াল নামে একটি অ্যাকাউন্টের মাধ্যমে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে। ভিডিওটির সঙ্গে থাকা টেক্সটে ব্যবহারকারী লিখেছেন, 'মনে হচ্ছে বাজারে সিঙ্গেলদের স্কুটার এসে গেছে।'

viral
Advertisment