New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/06/cats-136.jpg)
ছেলেটি তার প্রতিভা দিয়ে সকলকে অবাক করেছে
আমরা সকলেই জানি যেবাতিল জিনিসের ব্যবহারের মাধ্যমে নতুন কিছু সৃষ্টিতে ভারতের কোন বিকল্প নেই। সেই সকল দেশীয় উদ্ভাবন অনেক ক্ষেত্রেই আমাদের অবাক করে। এমনই একটি ভিডিও আজকাল ভাইরাল হচ্ছে। যা দেখে স্তম্ভিত বিশ্ব। এমন আবিষ্কার বড় বড় ইঞ্জিনিয়ারেরো মাথা ঘুরিয়ে দেবে। ভাইরাল এই ভিডিওতে এক ব্যক্তিকে বাইকের বাতিল যন্তাংশ ব্যবহার করে একটি গাড়ি তৈরি করেছেন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে একজন পিছনে দাঁড়িয়ে গাড়িটি চালাচ্ছেন অন্য একজন আরামে তাতে শুয়ে আছেন।
A jugaad in Ahmedabad’s industrial area. Near Apparel Park Metro Station.👏👏👏 No dearth of Talent. pic.twitter.com/8KCsArwb2h
— Asit Mehta🇮🇳 (@outsidermas7) June 6, 2023
এই ভিডিওটি টুইটারে @outsidermas7 নামে একটি অ্যাকাউন্ট থেকে টুইটারে শেয়ার করা হয়েছে। যা খবর লেখা পর্যন্ত অজস্র লাইক ও ভিউ পেয়েছে। এর বাইরেও মানুষ কমেন্ট করে নিজেদের প্রতিক্রিয়া জানাচ্ছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, 'আমি এই হাই-টেক গাড়িটি দেখে খুব অবাক হয়েছি।' অন্যদিকে আরেক ব্যবহারকারী লিখেছেন, 'সত্যিই এই ছেলেটি তার প্রতিভা দিয়ে সকলকে অবাক করেছে’।