Advertisment

ভুল করে মেথি পাতার বদলে ভাং পাতা দিয়ে রান্না, তারপর যা ঘটল...

অতিরিক্ত ভাং সেবনের ফলে একটি উচ্চতর হার্ট রেট হতে পারে যা প্রবীণদের হার্ট অ্যাটাকের ঝুঁকিতে ফেলেছে। এটি উদ্বেগ এবং চরম মানসিক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

বাজার থেকে মেথি পাতার বদলে ভাং পাতা কিনে আনা হয়েছিল। তাই দিয়েই হয় রান্না। কিন্তু সেই খাবার খেয়ে নেশা হয়ে যায় বাড়ির সদস্যদের। পরিমাণ বেশি থাকায় অসুস্থ হয়ে পরে বাড়ির ছয় সদস্য। ভর্তি করা হয় নিকটবর্তী হাসপাতালে। প্রথমে অসুস্থতার কারণ জানা যায়নি। ডাক্তার অসুস্থতার কারণ খুঁজে বের করেন। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশে। হাসপাতালে চিকিত্্সাধীন রয়েছে বাড়ির ছয় সদস্য।

Advertisment

কীভাবে মেথির জায়গায় ভাং পাতা এল? বাড়ির সদস্য নভল কিশোর বলেন, মিয়াগঞ্জ গ্রাম থেকে শুকনোমেথি পাতা কিনে এনেছিলাম। এরপর বাড়িতে সেটির সঙ্গে আলু দিয়ে রান্না করা হয়, আলু মেথি। খাওয়ার পর বাড়ির সকলের চোখ বুজে আসতে থাকে, মাথা ঘুতে থাকে। দু একজন জ্ঞান হারিয়ে ফেলে। এরপর প্রতিবেশি ডাক্তার ডেকে আনেন।

অতিরিক্ত ভাং সেবনের ফলে একটি উচ্চতর হার্ট রেট হতে পারে যা প্রবীণদের হার্ট অ্যাটাকের ঝুঁকিতে ফেলেছে। এটি উদ্বেগ এবং চরম মানসিক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে।

পুলিশ তাদের বাড়ি থেকে ভাং প্যাকেট ও খাবার সংগ্রহ করেছে। যে দোকান থেকে কেনা হয়েছিল, আপাতত জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে আটক করা হয়েছে।

Advertisment