scorecardresearch

হুবহু নকল বলি অভিনেতাকে! ভাইরাল ভিডিও দেখে তুঙ্গে চর্চা সোশ্যাল মিডিয়ায়

ইনস্টাগ্রাম বায়ো অনুসারে, এই ব্যক্তি হরিয়ানার বাসিন্দা। যিনি নিজেকে অভিনেতা সলমান খানের অন্ধ ভক্ত বলে দাবি করেছেন।

Viral Video of Salman Khan Duplicate, Trending Video of Salman Khan Duplicate, Amazing Video of Salman Khan Duplicate, Shocking Video of Salman Khan Duplicate, latest tending Video of Salman Khan Duplicate, trending Video of Salman Khan Duplicate on twitter, trending Video of Salman Khan Duplicate on facebook, trending Video of Salman Khan Duplicate on instagram, trending Video of Salman Khan Duplicate on youtube,

সম্প্রতি, বলি অভিনেতা সলমন খানের মতো অবিকল এক ব্যক্তির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে। যেখানে তাকে সলমন খানের ডায়লগ এবং গানে ‘লিপ সিঙ্ক’ করতে দেখা যায়। আজকাল সোশ্যাল মিডিয়া হয়ে উঠেছে ‘প্রতিভাবান শিল্পী’দের স্বপ্ন পূরণের একটা প্ল্যাটফর্ম হয়ে উঠেছে। দেশের প্রত্যন্ত অঞ্চলে প্রতিভাবান শিল্পীরা সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে তাদের শিল্পসত্ত্বাকে সকলের সামনে তুলে ধরেন। সম্প্রতি বিহারের তরুণ অমরজিৎ তার জলজ্যান্ত উদাহরণ।


এমনই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটিতে যাকে দেখা যাচ্ছে, তাকে একঝলক দেখে ভিরিমি খাচ্ছেন নেটিজেনরা। যেখানে তাকে বলি সুপারস্টার সলমান খানের ডায়লগ এবং গানে লিপ সিঙ্ক করতে দেখা যায়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে, ওই ব্যক্তিকে সলমান খানের জনপ্রিয় ছবি কিকের একটি গানে লিপ-সিঙ্ক করতে দেখা যায়। যেটিতে তাকে দেখতে হুবহু সলমান খানের মতোই দেখতে লাগছে।

খবর লেখা পর্যন্ত ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ৩০ হাজারের বেশি ভিউ হয়েছে। আরেকটি ভিডিওতেও এই ব্যক্তিকে সালমান খানের গানে লিপ সিঙ্ক করতে দেখা গেছে তাকে। বর্তমানে সরিতা রাজপুতের অনেক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে। যা দেখে সকলেই হতবাক। ইনস্টাগ্রাম বায়ো অনুসারে, এই ব্যক্তি হরিয়ানার বাসিন্দা। যিনি নিজেকে অভিনেতা সলমান খানের অন্ধ ভক্ত বলে উল্লেখ করেছেন। ভিডিওটি ভাইরাল হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় বেশ পরিচিতি পাচ্ছেন ওই ব্যক্তি।

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Bengali App.

Web Title: Uplicate character of bollywood star salman khan video goes viral