ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে IAS হয়ে সকলকে চমকে দিলেন এই মহিলা আইএএস অফিসার। প্রথম চেষ্টাতেই UPSC পাশ করে সমাজের কাছে এক দৃষ্টান্ত তুলে ধরেছেন তিনি। ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইএএস অফিসার হওয়া মোটেও সহজ নয়। নানা প্রতিকূলতার মধ্যেও মহিলা তার লক্ষ্যে অবিচল থেকে জয় ছিনিয়ে এনেছেন।
UPSC Civil Services Exam (UPSC) আমাদের দেশের সবচেয়ে কঠিন পরীক্ষাগুলির মধ্যে একটি। খুব কম সংখ্যক প্রার্থীরাই UPSC পাশ করে জীবনের সফল হতে পারেন। তবে গন্তব্যে পৌঁছানো যতই কঠিন হোক না কেন, দৃঢ় ইচ্ছাশক্তির মাধ্যমে তা অর্জন করে অনেকেই সমাজের বাকী সকলের কাছে এক অনুপ্রেরণা হয়ে ওঠেন। আজ আমরা আপনাকে এমনই এক মহিলা আইএএস-এর জীবন কাহিনী তুলে ধরতে চলেছি যিনি দশম-দ্বাদশে ব্যার্থ হয়েও সাহস হারাননি। তিনি তার প্রথম চেষ্টাতেই UPSC পাশ করে নজির গড়েন।
আইএএস অঞ্জু শর্মার কাহিনী আপনাকে অবাক করতে বাধ্য। আইএএস অঞ্জু শর্মা শুধুমাত্র তার ব্যর্থতা থেকে শিক্ষা নিয়েছেন। তিনি দ্বাদশ শ্রেণিতে অর্থনীতি বিষয়ে ফেল করেছিল এবং দশম শ্রেণির প্রি-বোর্ড পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। সকল ব্যর্থতাকে পিছনে ফেলে তিনি জয়ী হয়েছেন জীবনযুদ্ধে। আইএএস অঞ্জু শর্মা একটি সাক্ষাত্কারে বলেন, ব্যর্থ হওয়ার পরে, তিনি খুব পড়াশোনায় বাড়তি গুরুত্ব দিয়েছিলেন। অঞ্জু বলেন যে আমার চারপাশের সবাই এটাই বোঝানোর চেষ্টা করেছিলেন যে দশম এবং দ্বাদশ শ্রেণির পারফরম্যান্স আগামীর জন্য কতটা গুরুত্বপূর্ণ।
এত বড় ব্যর্থতার পরও অঞ্জু শর্মা নিজের লক্ষ্যে অবিচল থেকেছেন। এ সময় মায়ের কাছ থেকে সবচেয়ে বেশি সাপোর্ট পেয়েছিলেন অঞ্জু। কলেজে ভর্তি হয়েই পড়াশুনার কৌশল বদল করেন তিনি। আর এতেই সাফল্য পান তিনি। কলেজে স্বর্ণপদক জিতে সকলকে তাক লাগিয়ে দেন অঞ্জু। জয়পুর থেকে বিএসসি এবং এমবিএ করেন। স্নাতকের পড়াশোনার পাশাপাশি তিনি ইউপিএসসি-র প্রস্তুতিও শুরু করেন।
মাত্র 22 বছর বয়সে, তিনি তার প্রথম চেষ্টাতেই UPSC পরীক্ষায় উত্তীর্ণ হন। অঞ্জু শর্মা গুজরাট ক্যাডারের আইএএস। অঞ্জু বলেন, ইউপিএসসি বা বোর্ড পরীক্ষাই হোক সবেতেই সাফল্য পাওয়ার একটাই শর্টকার্ট। ব্যর্থতায় হতাশ না হয়ে তা থেকে শিক্ষা নিয়ে জীবনে এগিয়ে চলা।