উদারতার অনন্য দৃষ্টান্ত! ক্যানসার আক্রান্ত শিশুকে বাঁচাতে অস্থিমজ্জা দান চিকিৎসকের

ক্যানসারের সঙ্গে লড়াইয়ে পাশে চিকিৎসক।

ক্যানসারের সঙ্গে লড়াইয়ে পাশে চিকিৎসক।

author-image
IE Bangla Web Desk
New Update
cardiologist, USA, donation, good news movement, viral post, instagram, inspiration, positivity,

উদারতার অনন্য দৃষ্টান্ত! ক্যানসার আক্রান্ত শিশুকে বাঁচাতে অস্থিমজ্জা দান চিকিৎসকের

ক্যানসারের সঙ্গে লড়াইয়ে পাশে চিকিৎসক, শিশুকে অস্থিমজ্জা দান করে দিলেন উদারতার পরিচয়। আর সেই কাহিনী রাতারাতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই প্রশংসার ঝড়।

Advertisment

চিকিৎসকদের ভগবানের সঙ্গে তুলনা করা চলে। সংকটপন্ন রোগীর প্রাণ ফিরিরে দিতে তিনিই একমাত্র ভরসা। সম্প্রতি এক চিকিৎসক তাঁর উদারতা মহানুভবতা দিয়ে সকলের মন জয় করেছেন। ক্যানসার আক্রান্ত ছোট্ট শিশুকে বাঁচিয়ে তুলতে নিজের অস্থিমজ্জা দান করেছেন তিনি, আর এই কাহিনী ভাইরাল হতেই চিকিৎসকের উদারতার প্রশংসার ঝড় নেটপাড়ার।

ফ্লোরিডার এক চিকিৎসক সম্প্রতি উদারতা এবং নিঃস্বার্থতার একটি অসাধারণ উদাহরণ সামনে এনেছেন। তিনি যা করেছেন তা অনেকের হৃদয় স্পর্শ করেছে। আলি আলসামারাহ, অ্যাডভেন্টহেলথের একজন ইন্টারভেনশনাল কার্ডিওলজি বিশেষজ্ঞ, মরনাপন্ন শিশুকে সুস্থ করে তুলতে নিজের অস্থিমজ্জা দান করতে এক মুহুর্তের জন্য দ্বিধাবোধ করেননি। তিনি শিশুর জীবন বাঁচাতে নিজের অস্থি মজ্জা দান করার সিদ্ধান্ত নেন।

ডাঃ আলসামারাহ এর উদারতার এই কাহিনী গুড নিউজ মুভমেন্ট ইনস্টাগ্রামে শেয়ার করেছে, অনুপ্রেরণা এবং ইতিবাচকতার এক অনন্য নিদর্শন মুহূর্তে মন ছুঁয়ে গিয়েছে লাখো মানুষের।  

viral