'ড্যান্সিং ড্যাড ফ্রম ইউএস'। এই নামেই ইনস্টাগ্রামে খ্যাত রিকি পন্ড। ৫ লক্ষেরও বেশি ফলোয়ার তার। ক্যাজুয়াল ভঙ্গিমায় নেচে ভিডিও রিলস বানান তিনি। আর তাঁর পছন্দের তালিকায় থাকে নানা বলিউড সং। সেই সঙ্গে একাধিক ভারতীয় গানে নেচে ভাইরাল হয়েছেন তিনি। ইন্সটাগ্রামে তার এই রিলস ব্যপক জনপ্রিয়।
Advertisment
মাঝে কাঁচা বাদাম গানের তালে নাচ মন ছুঁয়েছিল অসংখ্যা অনুরাগীর। তারপর কয়েকটা দিনের বিরতি। আবার স্বমহিমায় ড্যান্সিং ড্যাড রিকি পন্ড। ‘কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া’ বাংলায় এক জনপ্রিয় গান। এবার সেই গানেই নেচে ফের ভাইরাল হলেন রিকি পন্ড। সোমবার ভিডিওটি পোস্ট করেছেন মার্কিন নৃত্যশিল্পী রিকি পন্ড। তার নাচের স্টেপে ফের একবার মজে অসংখ্য অনুরাগী। ভিডিওতে দেখা যাচ্ছে ‘কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া’গানের সঙ্গে দুর্দান্ত স্টাইলে নাচ করছেন রিকি পন্ড। নাচের উন্মাদনা ছিল চোখে পড়ার মত।
এই ভিডিও ভাইরাল হতেই ইতিমধ্যেই ৭০ হাজারের কাছাকাছি ভিউ হয়েছে। সকলেই রিকি পন্ডের নাচের প্রশংসায় পঞ্চমুখ। সেই সঙ্গে অনেকেই তাঁর এনার্জিরও প্রশংসা করেছেন। ভিডিও পোস্ট করে রিকি পন্ড লিখেছেন দারুণ মজার গান, এটিতে পারফর্ম করার জন্য অনেক অনুরোধ পেয়েছি। এবার অবশেষে! অনেক ইউজার কমেন্টে তার নাচের প্রশংসার পাশাপাশি লিখেছেন, এই ভাবেই বাংলা লোকসংগীতকে যদি নতুন প্রজন্মের সকলের মধ্যে যদি ছড়িয়ে পড়তে পারেন, তাহলে বাংলা লোকসংগীত, লোকনৃত্য অবশ্যই বেঁচে থাকবে।