New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/10/cats-231.jpg)
সিআর পার্কের দুর্গাপূজায় অংশ নিতে পার্কে পৌঁছান মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি।
প্যান্ডেলে ধুনুচি নাচে মেতে ওঠেন তিনি।
সিআর পার্কের দুর্গাপূজায় অংশ নিতে পার্কে পৌঁছান মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি।
দুর্গাপুজোর বাঙালির কাছে যেন এক আবেগ। প্রাণের পুজোর অপেক্ষায় বছরভর বিশ্বের নানান প্রান্তে থাকা বাঙালিরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। দুর্গাপুজোর সঙ্গে কলকাতার নামটা ওতপ্রোত ভাবে জড়িয়ে। নজরকাড়া মণ্ডপ সজ্জা, আলোর রশনাই, দর্শনার্থীদের ঢল.. সব মিলিয়ে পুজোর কলকাতা যেন এক অন্য কলকাতা। শুধু ভারত নয়, বিশ্বের নানা প্রান্তে কলকাতা তার নজরকাড়া পুজোয় বিখ্যাত। দেশ-বিদেশ থেকেও এখানে দুর্গাপূজা দেখতে আসেন দর্শনার্থীরা।
বাঙালি তার আবেগ-ঐতিহ্য দিয়ে সকলকেই যেন আপন-কাছের করে নেয়। কলকাতার পাশাপাশি এখন ভারতের নানান শহরে ধুমধামের সঙ্গে দুর্গাপুজো অনুষ্ঠিত হয়। কলকাতার পাশাপাশি দুর্গাপুজো নিয়ে উন্মাদনা দেখা যায় দিল্লিতেও। দিল্লির সিআর পার্কের দুর্গাপূজা কলকাতার মতই বিখ্যাত। দিল্লির সিআর পার্কের দুর্গাপূজায় অংশ নিতে পার্কে পৌঁছান মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি।
প্যান্ডেলে পৌঁছাতেই এরিককে স্বাগত জানানো হয়। এর পর তিনি দেবী দুর্গার কাছে আরতি করেন এবং তারপর প্যান্ডেলে ধুনুচি নাচে অংশ নেন। যা দুর্গা পূজার একটি অবিচ্ছেদ্য অঙ্গ। এর পরে, আমেরিকান রাষ্ট্রদূত মঞ্চে অভিনয় করা শিশুদের সঙ্গে দেখা করেন এবং পরে তাদের সকলের সঙ্গে সেলফিও তোলেন।
#WATCH | US Ambassador to India Eric Garcetti visited the Durga Puja pandal in Delhi's CR Park. (21.10)
(Source: Twitter handle of U.S. Ambassador Eric Garcetti) pic.twitter.com/IuTpdvPDPO— ANI (@ANI) October 22, 2023
আমেরিকান রাষ্ট্রদূত ভারতীয় সংস্কৃতি, ভারতীয় খাবার দারুণ পছন্দ করেন। সেই প্রমাণ এর আগে একাধিক ভিডিওতে আমরা দেখেছি। তিনি কলকাতার বিখ্যাত ঝাল মুড়ির খেয়ে তারিফ করেছেন। বিরিয়ানি, মাছ কিছুই দাব দেন নি তিনি। দুর্গাপূজায় অংশ নেওয়ার ভিডিওও শেয়ার করেছেন এরিক। ভিডিওটির সঙ্গে তিনি লিখেছেন- 'সকলের পূজার শুভেচ্ছা, আমি দিল্লির সিআর পার্কের প্যান্ডেলে ঘুরেছি, সাংস্কৃতিক উৎসবে অংশ নিয়েছি এবং খাবারের স্বাদ নিয়েছি। অবিশ্বাস্য ভারত, আশ্চর্যজনক সাংস্কৃতিক বৈচিত্র্য।