New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/12/cats-197.jpg)
X-এ ৩কোটির বেশি ভিউ সহ ভাইরাল হয়েছে এই ভিডিও।
X-এ ৩কোটির বেশি ভিউ সহ ভাইরাল হয়েছে এই ভিডিও।
X-এ ৩কোটির বেশি ভিউ সহ ভাইরাল হয়েছে এই ভিডিও।
বাড়িতে সটান ঢুকে পড়ল একটা আস্ত কুমির। তা দেখেই কাণ্ডজ্ঞান হারান বাড়ির কর্তা। ছোট ছোট শিশুদের বিশাল কুমিরের হাত থেকে উদ্ধার করতেই হবে এই ভেবেই হাতের সামনে থাকা ময়লা ফেলার পাত্র কুমিরের দিকে এগিয়ে দেন তিনি। কুমিরটি সম্ভবত ক্ষুধার্ত ছিল বলেও অনুমান। ময়লা ফেলার পাত্র এগিয়ে দিতেই কুমিরটি ঝাঁপিয়ে পড়ে তার ওপর। কোনক্রমে কুমিরটিকে সেই পাত্রের ভিতর ভরে পাত্রের মুখ বন্ধ করে দেন তিনি। এমনই হাড়হিম ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যা দেখে ঘাম ছুটেছে নেটিজেনদের। ভিডিওটি বছর শেষে ইন্টারনেটে ঘুরে বেড়াচ্ছে এবং X-এ ৩কোটির বেশি ভিউ সহ ভাইরাল হয়েছে এই ভিডিও।
ইউএসএ টুডে-র রিপোর্ট অনুযায়ী, ভিডিও'তে যাকে দেখা যাচ্ছে ওই ব্যক্তির নাম ইউজিন বনজি। সাংবাদিকদের ইউজিন জানান, "আমার ছেলেমেয়ার বাগানে কুমিরটি দেখতে পেয়ে আমাকে ডেকে আনে। আমি ভেবেছিলাম ছোটখাটো হবে। কিন্তু গিয়ে দেখি বেশ বড়। সম্ভবত ক্ষাধার্ত ছিল সেটি। আমার মাথায় একটাই বিষয় আসে। আমার বাচ্চাদের এবং বাইরের অন্যান্য শিশুদের রক্ষা করতে হবে। এই ভেবে ডাস্টবিনটিকে এগিয়ে দিই। কুমিরটিকে ভিতরে ভরে ঢাকনা বন্ধ করে দিই। এরপর সেটিকে নিয়ে জলাশয়ের কাছে একটি ঝোপঝাড় সংলগ্ন এলাকায় যাই। কুমিরটিকে ছেড়ে দিই"।
দেখুন ভিডিও:
In Florida, a brave citizen confronts a reptile in a unique way.
Find out how this man overcame the challenge with his unique approach.pic.twitter.com/JBuHd5HPoF— Figen (@TheFigen_) December 20, 2023