Advertisment

Viral: সাধ্যের মধ্যেই এবার হোক স্বপ্নপূরণ, Amazon-এ মিলছে চোখধাঁধানো বাড়ি, দাম জানলে অবাক হবেন

আপনি কি কখনও অ্যামাজনে বাড়ি বিক্রি হতে দেখেছেন? অবাক লাগলেও এটাই সত্যি।

author-image
IE Bangla Web Desk
New Update
tiny homes amazon, amazon tiny homes, tiny home tour, tiny homes on wheels, best tiny homes, tiny houses, tiny house design, tiny homes on amazon, tiny house on wheels, best tiny houses to buy on amazon, homes for sale, tiny homes for homeless, tiny house build, tiny house living, prefab homes, tiny home tours, tiny house movement, amazon tiny home, tiny house nation, tiny home on wheels, tiny homes for sale, airbnb, amazon, gen z, houses, housing, interest rates, real esate,

সাধ্যের মধ্যেই এবার স্বপ্নপূরণ, Amazon-এ পাবেন চোখধাঁধানো বাড়ি, দাম জানলে অবাক হবেন

পুজোর শপিং হোক অথবা বিবাহবার্ষিকী অনলাইনে কেনাকাটায় ভরসা রাখেন বেশিরভাগ মানুষ। ক্রেতাদের পছন্দের কথা মাথায় রেখে নিত্যনতুন আইটেম নিয়ে আসছে ইকমার্স জায়ান্টগুলি। অনলাইনে পাওয়া যায় না এমন পন্য প্রায় নেই বললেই চলে। সম্প্রতি এমন এক ভিডিও সামনে এসেছে যা দেখে রীতিমত অবাক নেটিজেনরা। Amazon থেকে অর্ডার করে মিলেছে স্বপ্নের বাড়ি। হ্যাঁ ঠিকই শুনেছেন। বাড়ি বানানোর ঝক্কি থেকে এক ক্লিকেই এবার মিলবে মুক্তি।

Advertisment

Amazon-এ আপনার যা কিছু দরকার সবই পাওয়া যাবে। আজ পর্যন্ত আপনি অবশ্যই অ্যামাজনে সবকিছু বিক্রি হতে দেখেছেন, তবে আপনি কি কখনও অ্যামাজনে বাড়ি বিক্রি হতে দেখেছেন? অবাক লাগলেও এটাই সত্যি। মানুষজন এখন Amazon থেকে তাদের স্বপ্নের বাড়ি অর্ডার করছেন। ঘরে বসেই সাধ্যের মধ্যেই স্বপ্ন পূরণ করছে অ্যামাজন এবং তাও নাম মাত্র দামে। বাড়ির ক্রমবর্ধমান দামের কথা বিবেচনা করে মানুষ অনলাইনে অর্ডার করা এই বাড়িটিকে বেশ সস্তা বলেই মনে করছেন।

এক কন্টেন্ট ক্রিয়েটর সোশ্যাল মিডিয়ায় অ্যামাজন থেকে অর্ডার দিয়ে তৈরি বাড়ি পাওয়ার ভিডিওয়ি শেয়ার করেছেন। ভিডিওতে, কীভাবে বাড়িটি প্যাক করে আসে এবং বাড়ির ভিতরে কী কী রয়েছে সবটাই দেখানো হয়েছে। ভিডিওতে দেখা বাড়িতে একটি রান্নাঘর, বসার ঘর, বেডরুম, বাথরুম, টয়লেট রয়েছে সেই বাড়িটিতে। ভিডিওটি পোস্ট করেছেন জেফরি ব্রায়ান্ট নামে ২৩ বছর বয়সী এক যুবক। ভিডিওটি শেয়ার করতে গিয়ে জেফরি লিখেছেন- 'আমি এইমাত্র অ্যামাজন থেকে একটি বাড়ি কিনেছি।' ওই ব্যক্তি জানিয়েছেন যে তিনি Amazon থেকে ২৬ হাজার ডলারে 16.5x20 ফুটের একটি বাড়ি কিনেছেন, ভারতীয় মুদ্রায় যার দাম ২১ লাখ টাকার কিছু বেশি। জেফ্রির এই ভিডিওটি ইনস্টাগ্রামে এক কোটিরও বেশি মানুষ দেখেছেন।

জেফরি লিখেছেন, তিনি সম্প্রতি তার প্রয়াত পিতামহের সম্পত্তি থেকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত অর্থ ব্যবহার করে একটি ফ্ল্যাট কিনেছেন। তিনি আরও বলেন যে তিনি এই বাড়িটি তিনি ইউটিউবে দেখেছিলেন। তারপরে তিনি তা অ্যামাজনের ওয়েবসাইটে গিয়ে অর্ডার দেন। তিনি জানান, গরিবদের সাহায্য করার জন্য তিনি এই বাড়িটি কিনেছেন। বর্তমানে তিনি একটি জমি খুঁজছেন যেখানে তিনি এই বাড়িটি রাখতে পারেন।

Viral Video
Advertisment