New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/04/cats-71.jpg)
১৩৮ বছর পর কন্যা সন্তানের জন্মে জমকালো সেলিব্রেশনে মাতলেন দম্পতি
দম্পতি তাদের কন্যাসন্তান লাভের খুশিকে স্পেশ্যাল করে তুলতে কোন খামতি রাখেনি
১৩৮ বছর পর কন্যা সন্তানের জন্মে জমকালো সেলিব্রেশনে মাতলেন দম্পতি
১৩৮ বছর পর কন্যা সন্তানের জন্মে জমকালো সেলিব্রেশনে মাতলেন দম্পতি। চমকে ওঠার মত ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভাইরাল হওয়া এই পোস্ট অনুসারে জানা গিয়েছে মিশিগানের এক দম্পতি ১৭ ই মার্চ কন্যাসন্তান লাভ করেন। পরিবারের ইতিহাসে ১৩৮ বছর পর এই প্রথম কোন কন্যাসন্তান জন্ম নিল তাই খুশিটাও যে জমকালো হবে তাতে কোন সন্দেহ নেই।
বাস্তবে হয়েছেও তাই। দম্পতি তাদের কন্যাসন্তান লাভের খুশিকে স্পেশ্যাল করে তুলতে কোন খামতি রাখেনি। মার্কিন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে ১৮৮৫ সাল থেকে পরিবারে কোন কন্যাসন্তান জন্ম নেয়নি। দীর্ঘ ১৩৮ বছর দম্পতির কোল আলো করে এসেছে এক ফুটফুটে কন্যাসন্তান।
গুড মর্নিং আমেরিকার সঙ্গে কথা বলার সময় দম্পতি বলেন, "১৩৮ বছর পর আমাদের পরিবারে প্রথম কন্যাসন্তান হয়েছে। বিয়ের পর আমরা ভেবেছিলাম আমাদেরও পুত্রসন্তান হবে। কিন্তু পরিবারের সেই রীতিতে ছেদ পড়ে। গত ১৭ই মার্চ আমাদের একটি ফুটফুটে কন্যাসন্তান হয়। এত বছর পেরিয়ে কন্যা সন্তান হওয়ায় পরিবারের সকলেই খুব খুশি"। দম্পতি আরও বলেছেন তারা খুব আনন্দিত তাদের কন্যাসন্তান এখন সম্পুর্ণ সুস্থ ও স্বভাবিক রয়েছে।