/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/06/cats-151.jpg)
আগামী সপ্তাহেই ২১-২৪ জুন মার্কিন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী। ৯ বছর ক্ষমতায় থাকার সময়ে এটিই মোদীর প্রথম সরকারি সফর। এই সময়ে তিনি মার্কিন প্রেসিডেন্টের আমন্ত্রণে এক নৈশ ভোজে যোগ দেবেন সেই সঙ্গে তিনি মার্কিন কংগ্রেসেও ভাষণ দেবেন। আর এসবের মাঝেও মোদীর জনপ্রিয়তার আরও এক প্রমাণ মিলেছে।
প্রধানমন্ত্রীর সফরের আগে উত্তেজনের পারদে ফুটছে আমেরিকা। সেদেশে নির্বিচারে বিক্রি হচ্ছে বিশেষ 'মোদীজি' প্লেট। নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা শুধু ভারতেই নয়, দেশের বাইরেও মোদীর জনপ্রিয়তা যে আকাশছোঁয়া তার প্রমাণ অতীতে মিলেছে। তবে আসন্ন মার্কিন সফরের আগে আমেরিকার ভারতীয় রেস্তোরাঁয় প্রধানমন্ত্রীর সম্মানে একটি বিশেষ প্লেট তৈরি করা হয়েছে। সেই প্লেটের নামও রাখা হয়েছে মোদীর নামেই।
ভারতীয় বংশোদ্ভূত রেস্তোরাঁর মালিক শ্রীপদ কুলকার্নি জানিয়েছেন,’ বিশেষ থালিটি সেদেশে বসবাসকারী ভারতীয় সম্প্রদায়ের চাহিদার কথা মাথায় রেখে বিশেষভাবে তৈরি করা হয়েছে। সংবাদ সংস্থা এএনআই বিশেষ এই থালির একটি ভিডিও শেয়ার করেছে। এই ভিডিওতে রেস্তোরাঁর মালিক কুলকার্নিকে মোদীজির থালি সম্পর্কে তথ্য দিতে দেখা যাচ্ছে।
#WATCH | A New Jersey-based restaurant launches 'Modi Ji' Thali for PM Narendra Modi's upcoming State Visit to the US. Restaurant owner Shripad Kulkarni gives details on the Thali. pic.twitter.com/XpOEtx9EDg
— ANI (@ANI) June 11, 2023
মোদীর বিশেষ থালি সম্পর্কে কথা বলতে গেলে জিভে জল আসতে বাধ্য। কী নেই সেই থালিতে! খিচুড়ি, রসগোল্লা, কাশ্মীরি দম আলু, ইডলি, ধোকলা, বাটারমিল্ক, পাপড়ের ভারতীয় আইটেম রাখা হয়েছে থালিতে। রেস্তোরাঁর মালিক আরও জানান, এরই মধ্যে স্পেশাল থালির স্বাদ নিয়েছেন অনেকেই। অনেক গ্রাহক বলেছেন যে তারা খাবারটি বিশেষভাবে পছন্দ করেছেন এবং থালি ভারতীয় সম্প্রদায়ের মধ্যে ইতিমধ্যেই খুবই জনপ্রিয় হয়েছে। চাহিদাও আকাশছোঁয়া।
তবে এই থালির দাম উল্লেখ করা হয়নি। গত বছর দিল্লির একটি রেস্তোরাঁও প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিশেষ এক থালি নিয়ে আসে।যেখানে গ্রাহকের কাছে নিরামিষ এবং আমিষ উভয় খাবার বেছে নেওয়ার বিকল্প ছিল।
মার্কিন প্রেসিডেন্ট জো বিডেন এবং ফার্স্ট লেডি জিল বিডেনের আমন্ত্রণে প্রধানমন্ত্রী মোদী ২১-২৪ জুন মার্কিন যুক্তরাষ্ট্র সফর করছেন। এটি হবে ওয়াশিংটনে তার প্রথম রাষ্ট্রীয় সফর।