বিকট আওয়াজে কান পাতা দায়, মুহূর্তেই বিশ্বরেকর্ড তরুণীর

অতীতের সব রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছেন তরুণী।

অতীতের সব রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছেন তরুণী।

author-image
IE Bangla Web Desk
New Update
guiness world record, latest viral news, ভাইরাল খবর, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড, viral

সবচেয়ে জোরে ঢেঁকুর তোলাতেই বিশ্বজয় করে ফেলেন এই মার্কিন তরুণী।

আওয়াজে চমকে উঠল সকলেই। আরে এত বিমানের বোমার শব্দের থেকেও জোর! কোথা থেকে এল এমন আওয়াজ…? চারিদিকে খোঁজ খোঁজ রব উঠলো। এর মধ্যেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ড-এ নাম তুলে নজির গড়লেন আমেরিকার মেরিল্যান্ডের কিম্বার্লি উইন্টার। ঠিক কী কারণে তরুণী বিশ্বরেকর্ডের খেতাব জিতলেন শুনলে মাথা ঘুরে যাবে। সবচেয়ে জোরে ঢেঁকুর তোলাতেই বিশ্বজয় করে ফেলেন এই মার্কিন তরুণী।

Advertisment

বিশ্বে প্রতিনিয়ত ঘটে চলেছে হাজারও ঘটনা। এরমধ্যে এমন কিছু আজব ঘটনা আজও আমাদের ভাবায়। মজা দেয়। তেমনই এই ঘটনা সকলকে চমকে দিয়েছেন। সাতসকালে 107.3 ডেসিবেল আওয়াজে ঢেঁকুর তুলে বিশ্বরেকর্ড গড়লেন এই তরুণী। এর আগে ২০২১-এ অস্ট্রেলিয়ার এক যুবক 112.7 ডেসিবেল আওয়াজে ঢেঁকুর তুলে সেরা পুরুষের শিরোপা জিতে নেন। মাইক্রোফোন থেকে প্রয়োজনীয় দূরত্বে দাঁড়িয়ে (2.5 মিটার), তরুণী এমন একটি ঢেঁকুর তোলেন যাতে কেঁপে ওঠে স্টুডিও। ভেঙে দেন ১৪ বছরের পুরনো রেকর্ড।

Advertisment

ছোট থেকেই বিকট আওয়াজ করে ঢেঁকুর তুলতেন তিনি। তবে এবারের আওয়াজ অতীতের সব রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছে। তরুণীর কাছে এটা কেবল একটা জাদু মাত্র। এর আগেও টিকটকে তার বিকট শব্দে ঢেঁকুর তোলার একাধিক ভিডিও ভাইরাল হয়েছে। তিনি আরও বলেন, আমি ঢেঁকুর তুলতে ভালবাসি। আমি বিশ্বরেকর্ড গড়ে গর্বিত।

viral