New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/03/cats-50.jpg)
খবর লেখা পর্যন্ত টুইটারে ২০ লাখ ব্যবহারকারী দেখেছেন। একই সময়ে, ৪৫ হাজারের বেশি ব্যবহারকারী এটি পছন্দ করেছেন।
সোশ্যাল মিডিয়ায় এমন অনেক আশ্চর্যজনক ঘটনা ঘটতে দেখা যায়। যা দেখার পর নিজের চোখকেও বিশ্বাস করতে পারেন না সোশ্যাল মিডিয়া ইউজাররা। সম্প্রতি একটি ভিডিও তোলপাড় ফেলেছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে ব্যবহারকারীরা একজন ব্যক্তির কান থেকে একটি মাকড়সা বের হতে দেখে একেবারে হতবাক। যে কারণে সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ক্রমশ ভাইরাল হচ্ছে।
সাধারণত সকলেরই পরিষ্কার-পরিচ্ছন্ন ভাবে জীবন যাপন করা উচিত। অনেক সময় দেখা গেছে ঘর বাড়ি পরিষ্কার না করার ঘরের কোণায় পোকামাকড়, মাকড়সার মত কিট পতঙ্গ বাসা বাঁধে। তবে তা যে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে ভিডিওটি না দেখলে বিশ্বাসই করবেন না।সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও সামনে এসেছে, যাতে দেখা যায় এক ব্যক্তির কানের ভিতর ঢুকে গিয়েছে আস্ত এক মাকড়সা। তারপর? ভাইরাল ভিডিও দেখে আপনি শিউরে উঠবেন।
ভাইরাল হওয়া ভিডিওটি সোশ্যাল মিডিয়ার অনেক প্ল্যাটফর্মে পোস্ট করা হচ্ছে। এটি @OTerrifying নামে একটি টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে একজন মানুষের কানে একটি মাকড়সা ঢুকে গিয়েছে। অন্য ব্যক্তি তার কানে তিন ফোঁটা জল ঢালেন। এর পরই ওই ব্যক্তির কান থেকে মাকড়সাটি বেরিয়ে আসে। কান থেকে মাকড়সা বের হতে দেখে ঘাম ঝরেছে ব্যবহারকারীদের।
Look at what comes out of this guys ear 😳 pic.twitter.com/PKtRv5Fxyx
— OddIy Terrifying (@OTerrifying) March 2, 2023
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই তা ভাইরাল হয়ে যায়। যা খবর লেখা পর্যন্ত টুইটারে ২০ লাখ ব্যবহারকারী দেখেছেন। একই সময়ে, ৪৫ হাজারের বেশি ব্যবহারকারী এটি পছন্দ করেছেন। ব্যবহারকারী ক্রমাগত তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন ভিডিওতে।