রুদ্ধশ্বাসে দৌড়চ্ছেন উত্তরপ্রদেশের ক্রীড়ামন্ত্রী। পরনে কালো কোট, গলায় গেরুয়া উত্তরীয় আর বড় মালা, মাথায় গেরুয়া পাগড়ি। মন্ত্রীর পিছনে ছুটছেন তার নিরাপত্তারক্ষী। নেটমাধ্যমে রকেট গতিতে ছড়িয়ে পড়েছে এমন ভিডিও। কিন্তু কেন এমন ভাবে দৌড়লেন তিনি?
জানা গিয়েছে নির্বাচনী মনোনয়নপত্র জমা দেওয়ার সময় পেরিয়ে যাচ্ছিল। মন্ত্রী উপেন্দ্র তিওয়ারি পৌঁছেছিলেন একটু দেরিতে। ঘড়িতে চোখ যেতেই বালিয়া কালেক্টরেট অফিসের দিকে দৌড় লাগান উত্তরপ্রদেশের ক্রীড়ামন্ত্রী। আর সেই ভিডিও’ই ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়।
অনেকেই এই ভিডিও দেখে নানান হাস্যকর মন্তব্য করতে শুরু করেন। একজন ইউজার লিখেছেন “বাহ..কী দৃশ্য”। উত্তরপ্রদেশের ক্রীড়ামন্ত্রী উপেন্দ্রকে এ বার উত্তরপ্রদেশের ফাফনা বিধানসভা থেকে টিকিট দিয়েছে বিজেপি।
দুপুর তিনটে পর্যন্ত মনোনয়ন পত্র জমা দেওয়ার সময়। যখন তিনি কালেক্টর অফিসে পৌঁছান দেখেন তিনটে বাজতে মাত্র কয়েক মিনিট বাকি। আর তা দেখেই ছুট লাগান তিনি। যদিও ফাফনা কেন্দ্রে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ১১ ফেব্রুয়ারি। ক্রীড়ামন্ত্রী চেয়েছিলেন শুক্রবারেই কাজ সেরে ফেলতে। প্রসঙ্গত, আগামী ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে উত্তরপ্রদেশ রাজ্যের বিধানসভা ভোট। এ বার সাত দফায় ভোট হবে এখানে।