Advertisment

Viral Video: বড়া পাও গার্লের বিরাট চমক, সোশ্যাল মিডিয়া তোলপাড় ফেলে সামনে এল চন্দ্রিকার প্রথম গানের ভিডিও

খবর লেখা পর্যন্ত হাজার হাজার মানুষ ভিডিওটি দেখেছেন এবং মন্তব্য করে তাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
vada pav girl first song, Song vada pav girl, Viral Video News, trending Video, vada pav girl song news, Viral News

খবর লেখা পর্যন্ত হাজার হাজার মানুষ ভিডিওটি দেখেছেন এবং মন্তব্য করে তাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন।

বড়া পাও গার্ল হিসাবে সোশ্যাল মিডিয়ায় বিখ্যাত চন্দ্রিকা সবসময়ই শিরোনামে থাকেন, তবে এবার চন্দ্রিকা দীক্ষিত, যিনি দিল্লির রাস্তায় বড়া পাও বিক্রি করেন, আবারও এসেছে সংবাদ শিরোনামে। ইউটিউবে রিলিজ হয়েছে তাঁর প্রথম গানের অ্যালবাম। যেখানে তাকে গায়ক আমনদীপ সিংয়ের সঙ্গে দেখা যাচ্ছে।

Advertisment

ইন্দোরের চন্দ্রিকা গেরা দীক্ষিত, বড়া পাও গার্ল হিসাবে বিখ্যাত, বর্তমানে দিল্লির রানিবাগে একটি দোকান চালান। বরাবরই সংবাদ শিরোনামে থাকেন এই ভাইরাল বড়া পাও গার্ল। এবার তার নতুন গান ইউটিউবে প্রকাশিত হয়েছে। যেখানে তার সঙ্গে দেখা যাচ্ছে গায়ক আমনদীপ সিংকে।

খবর লেখা পর্যন্ত হাজার হাজার মানুষ ভিডিওটি দেখেছেন এবং মন্তব্য করে তাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, 'এই মেয়েটির প্রতিভা।' আরেকজন লিখেছেন, 'এই সব হয়েছে খ্যাতির কারণে…' এ ছাড়া আরও অনেকে মন্তব্য করে তাদের মতামত দিয়েছেন।

ইন্দোরের চন্দ্রিকা গেরা দীক্ষিত, যিনি MCD-এর তরফে তার কার্টটি সরানোর পরে লাইমলাইটে এসেছিলেন, এর আগে তার ভিডিও প্রকাশের পরে বেশ কয়েকবার লাইমলাইটে এসেছিলেন। যেখানে তাকে কোটি টাকার একটি মুস্তাং গাড়িতে দেখা গিয়েছে ।

viral
Advertisment