scorecardresearch

Valentine Day সেরা অফার , বিটেক ফুচকা বিক্রেতা তরুণীর বিরাট ঘোষণা, শোরগোল….

ফুচকা বিক্রেতা তরুণীর বিশেষ অফারের ঘোষণা…

Valentine Day, Best Offer, Golgappa Selling Girls, Singles, B.Tech Paani Puri Wali, Valentine Week, watch video, Golgappa"

সামনেই ভালবাসার দিন, Valentine Day! আর এই বিশেষ দিনে ফুচকা বিক্রেতা তরুণীর বিশেষ উপহার সেই সকল পুরুষদের জন্য যারা একেবারে সিঙ্গেল। আর মন খারাপ নয়। এবারের Valentine Day জমে উঠুক ফুচকা প্রেমের সঙ্গে।

আপনি কী সিঙ্গেল? অথবা সদ্য ব্রেক আপ হয়েছে? Valentine Day তে মন করে বসে থাকার দিন শেষ। ফুচকা বিক্রেতা এই তরুণী আপনার জন্য নিয়ে এসেছে এক দারুণ অফার। সিঙ্গেল পুরুষদের জন্য রয়েছে ভালবাসার দিনে অফারের বন্যা। বিশ্বজুড়ে লাভবার্ডরা ইতিমধ্যেই খুব উৎসাহের সাথে ‘লাভ উইক’ উদযাপন শুরু করেছে, অন্যদিকে সিঙ্গেলরা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মেম শেয়ার করে এই সপ্তাহটি উদযাপন করছে।

Valentine Day উপলক্ষে এমন এক অফার সিঙ্গেলদের জন্য রয়েছে, যা শুনে মন খারাপ করে একা বসে থাকার দিন শেষ। সিঙ্গেলদের জন্য দারুণ উপহার নিয়ে এসেছে এই তরুণী ফুচকা বিক্রেতা। বি.টেক ফুচকাওয়ালির বিশেষ ঘোষণা- আসন্ন  Valentine Day-তে অবিবাহিত অথবা সিঙ্গেল পুরুষদের জন্য থাকছে এক প্লেট ফুচকার সঙ্গে অপর প্লেট একেবারে বিনামূল্যে।

ভাইরাল এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ছড়িয়ে পড়েছে। এখনও অবধি কয়েক লক্ষ ভিউ এবং লাইক হয়েছে এই ভিডিওতে। অজস্র মানুষ এমন অফার সম্পর্কে বিস্তারিত জানতে কমেন্ট সেকশনে কমেন্টও করেছেন।

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Bengali App.

Web Title: Valentine day free golgappa for single