প্রথম থেকেই সংবাদ শিরোনামে দেশের সেমি হাইস্পিড ট্রেন বন্দেভারত। এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ট্রেনের অন্দরের করুণ এক দৃশ্য। যা দেখে শিউরে উঠেছেন নেটিজেনরা।
চালু হয়েছে দেশের প্রথম সেমি হাইস্পিড ট্রেন বন্দে ভারত। ট্রেনের অন্দরমহল যেভাবে সাজানো তা দেখলে রীতিমতো চমকে যেতে হবে। অন্দরমহলে রয়েছে একেবারে প্লেনের মতো সিট। প্রতিটি কামড়ায় রয়েছে বড় বড় ডিসপ্লে, যেখানে যাত্রীদের স্বাগত জানানোর পাশাপাশি কোন কোন জায়গা পার করা হচ্ছে তাও দেখানো হবে। এছাড়াও মোবাইল চার্জ দেওয়ার সুবিধা থাকার পাশাপাশি জিপিএস, সমস্ত কিছু ব্যবস্থা রয়েছে এই ট্রেনে।
এক্সিকিউটিভ কোচগুলিতে 180 ডিগ্রি ঘোরানো যাবে, এমন আসন দেওয়া হয়েছে। দৃষ্টিহীনরা এই ট্রেনে কোনওরকম সমস্যায় না পড়েন, সেজন্য ব্রেইল অক্ষরে আসন নম্বরও লেখা হয়েছে। পাশাপাশি, বিশেষভাবে সক্ষমদের জন্য শৌচাগারেরও ব্যবস্থা রয়েছে এই ট্রেনে। যাত্রী নিরাপত্তায় ও স্বছন্দ্যতায় ঢেলে সাজানো হয়েছে মেক-ইন ইন্ডিয়ার অধীনে তৈরি বন্দে ভারত ট্রেন। ট্রেনের সূচনাকাল থেকে একের পর এক ছবি ও সংবাদ শিরোনামে এসেছে। কখনও ষাঁড়ের গুঁতোয় ইঞ্জিনের দফারফা তো আবার কখনও পাথর ছুঁড়ে জানলার কাঁচ ভেঙে দেওয়া। এবার সামনে এল যে ছবি তা দেখে চমকে উঠবেন সকলেই। বন্দে ভারত ট্রেনের ভিতর আবর্জনার স্তূপ। আর এই ছবি এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
'বন্দে ভারত এক্সপ্রেস'-এর একটি ছবি বর্তমানে ভাইরাল হচ্ছে। ছবিতে একজন সাফাই কর্মীকে এক্সপ্রেসের যাত্রীদের আবর্জনা পরিষ্কার করতে দেখা যাচ্ছে। ট্রেনের কামরা এভাবে নোংরা দেখে, অনেকেই দুঃখ প্রকাশ করেছেন এবং বলেছেন ভারতীয় হিসাবে তারা রীতিমত লজ্জিত। টুইটারে এই ছবি শেয়ার করেছেন আইএএস অফিসার অবনীশ শরণ। ছবিতে যাত্রীরা জলের বোতল, খাবারের পাত্র, প্লাস্টিকের ব্যাগ এবং আবর্জনা ট্রেনের মধ্যেই ফেলে রেখে গন্তব্যে নেমে গিয়েছেন। ছবি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে 'উই দ্য পিপল' ! আইএএস অফিসারের শেয়ার করা ছবিতে, খালি বোতল, ব্যবহৃত খাবারের পাত্র এবং প্লাস্টিকের ব্যাগগুলি ট্রেনে পড়ে থাকতে দেখা যায়। এ ছাড়া এক কর্মীকে ঝাড়ু হাতে ট্রেনের কামরা পরিষ্কার করতে দেখা যায়।
অবনীশ শরণ তার ছবি শেয়ার করার পর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ছবি দেখেরীতিমত ক্ষুব্ধ হন নেটিজেনরা। একজন লিখেছেন, “স্যার, আমাদের দেশে মানুষ তাদের কর্তব্য জানে না, কিন্তু তারা তাদের অধিকার জানে’।
অন্য একজন লিখেছেন " সর্বদা ভাল সুযোগ-সুবিধা এবং মৌলিক সুযোগ-সুবিধা দাবি করেন। কিন্তু আমাদের দেশের মানুষকে কীভাবে ভাল রাখতে হয় তাঅনেকেই জানেন না," অস্বস্তি বোধ করা একজন ব্যবহারকারীকে বিলাপ করে বলেন। সকলেই দেশকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আবেদন জানিয়েছেন।একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন যে "যতদিন আপনার কিছু মৌলিক নাগরিক বোধ না থাকবে, ততক্ষণ উন্নয়ন হয়েও কোন লাভ নেই। একজন দায়িত্বশীল নাগরিক হোন"। এদিকে সমস্যা সমাধানের অনুরোধ জানিয়েছেন কেউ কেউ।
মাসের শুরুতে, সেকেন্দ্রাবাদ-বিখাশাপত্তনম বন্দে ভারত এক্সপ্রেসে আবর্জনা পাওয়া যাওয়ার পরে, রেলের তরফে যাত্রীদের ট্রেনের ভিতরে পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য অনুরোধ করা হয়। রেলের এক আধিকারিক এই ছবিতে কমেন্ট করে জানিয়েছেন “পরিচ্ছন্নতা হল নিজেকে এবং আমাদের চারপাশকে পরিষ্কার রাখার প্রক্রিয়া। এলাকা পরিষ্কার রাখার দায়িত্ব নাগরিকদের। এটা আপনার সম্পত্তি,” অন্য এক ইউজার লিখেছেন, "আপনার চিন্তাভাবনা পরিবর্তন করা দরকার। পরিষ্কার রেল-পরিচ্ছন্ন ভারতের স্বপ্ন পূরণে এককদম এগোতে সাহায্য করবে”।