New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/07/cats_e935de.jpg)
প্রবল বৃষ্টিতে অটোয় চেপে রসগোল্লার সন্ধানে মুম্বইয়ের রাস্তায়, অবাক করল সাবলীল বাংলা
সোশ্যাল মিডিয়ায় প্ল্যাটফর্ম ইন্সটাতে এই ভিডিওটি ঝড়ের বেগে ভাইরাল হয়েছে। অনেকেই ভিডিওতে কমেন্ট করে জানিয়েছে সেরা রসগোল্লা খেতে একবার কলকাতায় আসতেই হবে।
প্রবল বৃষ্টিতে অটোয় চেপে রসগোল্লার সন্ধানে মুম্বইয়ের রাস্তায়, অবাক করল সাবলীল বাংলা
ভারী বৃষ্টিতে বিপর্যস্ত বাণিজ্য নগরী! আর সেই বৃষ্টি মাথায় করে রসগুল্লা বা রসগোল্লার সন্ধানে অটোয় চেপে বেরিয়ে পড়েছেন এক ব্যক্তি।
এই সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে অটোর পিছনের সিটে বসে রসগুল্লার সন্ধান করছেন এক বিদেশি ব্যক্তি। তিনি স্পষ্ট বাংলায় ইন্সটা ভিডিও-র মাধ্যমে মানুষের কাছে জানতে চেয়েছেন মুম্বইতে কোথায় ভাল রসগুল্লা পাওয়া হবে। খাঁটি বাংলায় কবিতার ছন্দে তাকে বলতে শোনা যায়, 'সুপ্রভাত! মুম্বইতে বৃষ্টি পরে টাপুর টুপুর, তুমি ওটা ঠিকই জানো, এ শহরে সেরা রসগুল্লা কোথায় পাবো?'
সোশ্যাল মিডিয়ায় প্ল্যাটফর্ম ইন্সটাতে এই ভিডিওটি ঝড়ের বেগে ভাইরাল হয়েছে। অনেকেই ভিডিওতে কমেন্ট করে জানিয়েছে সেরা রসগোল্লা খেতে একবার কলকাতায় আসতেই হবে। আবার অনেকেই ওই যুবকের সাবলীল বাংলা বলার ধরণের প্রশংসাও করেছেন।