দাঁড়িপাল্লার নিচে ইউপিআই পেমেন্টের বারকোড। রমরমিয়ে সবজি বিক্রি করছেন মহিলার। এমনই এক ভিডিও তোলপাড় ফেলেছে সোশ্যাল মিডিয়ায়। যা এখন রীতিমত ভাইরাল।
Advertisment
ভারতে ডিজিটাল পেমেন্ট ক্রমেই জনপ্রিয় হয়ে উঠেছে। দোকান বাজারে প্রায় প্রতিটি জায়গাতেই রয়েছে অনলাইন মোডে পেমেন্টের ব্যবস্থা। তবে সাধারণ ভাবে সবজি বাজারে ডিজিট্যাল পেমেন্টের রমরমা সেভাবে চোখে পড়ে না। তবে ব্যতিক্রমী এক মহিলা সবজী বিক্রেতার কাণ্ডে তোলপাড় পড়েছে নেটদুনিয়ায়। ডিজিটাল পেমেন্ট নেওয়ার সবজি বিক্রেতার সৃজনশীল উপায় দেখে হতবম্ভ হয়ে গিয়েছেন নেটিজেনরা।
ভাইরাল এই ভিডিওটি ইনস্টাগ্রামে জনপ্রিয় পেজ maharashtra.farmer-এর তরফে শেয়ার করা হয়েছে। অল্প সময়ের মধ্যে রিলটি ১৩ লক্ষ ভিউ পেয়েছে। একই সঙ্গে ১৪ লাখ মানুষ ভিডিওটি পছন্দ করেছেন। ভিডিওটির ক্যাপশনে লেখা, "স্মার্ট আন্টি।"
ক্লিপটিতে দেখা যাচ্ছে সবজী বিক্রেতা ওই মহিলার কাছ থেকে কাঁচা আনাজ কিনছেন। তিনি পেমেন্ট কিউআর কোড স্টিকার চেয়েছিলেন, ওই মহিলা গ্রাহকের সামনে বারকোড সম্মলিত ওই স্টিকার তুলে দেন। তবে এমন জায়গায় স্টিকারটি লাগানো হয়েছিল যেখানে আপনি কল্পনাও করতে পারবেন না। দাঁড়িপাল্লার নীচে সাটানো ছিল এই বারকোডটি। মহিলার এই সৃজনশীল পদ্ধতি আকর্ষণ করেছে নেটিজেনদের। মানুষজন ভিডিওটি নিয়ে অনেক মন্তব্যও করেছেন। একজন ব্যবহারকারী বলেছেন, "ডিজিটাল ইন্ডিয়া, ক্যাশলেস ইন্ডিয়া।"