Emotional video: সার্থক হল মায়ের সংগ্রাম, ছেলের সাফল্যে হাপুস নয়নে কান্না সবজী বিক্রেতা মহিলার, দেখুন ভিডিও

ভিডিওটি শেয়ার করেছেন দেশের বিশিষ্ট শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা।

ভিডিওটি শেয়ার করেছেন দেশের বিশিষ্ট শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা।

author-image
IE Bangla Web Desk
New Update
Trending, Viral Video, Emotional mother, boy crack CA Exam, trending video, trending news,

সার্থক হল মায়ের সংগ্রাম, ছেলের সাফল্যে হাপুস নয়নে কান্না সবজী বিক্রেতা মহিলার, দেখুন ভিডিও

Emotional video: সফল হল মায়ের সংগ্রাম। সবজি বিক্রি করে ছেলেকে মানুষ করতে চেয়েছিলেন তিনি। অবশেষে মায়ের স্বপ্ন সফল। ছেলে সিএ পাশ করে বাড়ি ফিরতেই গর্বে ছেলেকে বুকে জড়িয়ে ধরলেন মা। ঝড়ের বেগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ভিডিও।

Advertisment

C.A পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ছেলেটি। মাকে সেই সংবাদ দেওয়া মাত্রই ছেলেকে বুকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কেঁদে ফেলেন মা। এমন আবেগঘন মুহূর্তের ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

প্রত্যেক বাবা-মায়ের স্বপ্ন থাকে ছেলে-মেয়েকে নিয়ে। সন্তানকে মানুষ করতে জীবনের সবকিছুকে উপেক্ষা করতে একবারের জন্যও চিন্তা করেন না মা-বাবা। তবে প্রতিটি সন্তানের সাফল্য মা-বাবার সাফল্য। তাদের খুশি বাবা-মেয়ের খুশি।

আরও পড়ুন - < Trending News: ‘যুদ্ধজয়ের’ সেরা চমক! হেলিকপ্টারে উড়িয়ে কনেকে নিয়ে গেল বর, সুনামি গতিতে ভাইরাল >

Advertisment

এমনই এক ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আলোড়ণ ফেলেছে। সবজি বিক্রি করেন মা। ছেলেকে পড়াশুনা করাতে দিন রাত এক করেছেন। অবশেষ সেই ছেলেই মায়ের মুখ উজ্জ্বল করল। সিএ পরীক্ষায় পাশ করে মাকে আনন্দ সংবাদ দিতেই মা ছেলেকে বুকে টেনে জড়িয়ে ধরেন। ছেলের খুশিতে চোখের জল তিনি আর ধরে রাখতে পারেন নি। আদর করে ছেলেকে জড়িয়ে ধরে কাঁদতে থাকেন তিনি।

ছেলেটির বন্ধুরা এই মূল্যবান মুহূর্তের একটি ভিডিও তৈরি করেছে, যা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। মা-ছেলের এ দৃশ্য দেখে নেটদুনিয়ারও চোখে জল। এই ভিডিওটি শেয়ার করেছেন দেশের বিশিষ্ট শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা।

Viral Video Trending News