চিতার দুরন্ত লাফ, দেখলে চোখ কপালে উঠবে!

রাতের অন্ধকারে এমন দৃশ্য় ক্য়ামেরাবন্দি হয়েছে। আর তা সোশ্য়াল মিডিয়াতে শেয়ার হতেই সে দৃশ্য় মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে।

রাতের অন্ধকারে এমন দৃশ্য় ক্য়ামেরাবন্দি হয়েছে। আর তা সোশ্য়াল মিডিয়াতে শেয়ার হতেই সে দৃশ্য় মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
leopard, চিতা

ছবি: টুইটার।

তীর বেগে ছুটে গেল শিকার। ধাওয়া করতে গিয়ে সে যা একলাফ দিল, দেখলে আপনি চমকে যাবেন। সামনে ছিল উঁচু গেট। শিকার ধাওয়া করে একলাফেই সেই গেট পেরোল এক চিতা। রাতের অন্ধকারে এমন দৃশ্য় ক্য়ামেরাবন্দি হয়েছে। আর তা সোশ্য়াল মিডিয়াতে শেয়ার হতেই সে দৃশ্য় মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে।

Advertisment

চিতার অমন লাফ দেখে নেটাগরিকদের কেউ কেউ বলেছেন, ওর নাম উসেইন বোল্ট রাখা উচিত।

আরও দেখুন: ভয়ঙ্কর! রাবণ দহনের আগে যা ঘটল, দেখলে শিউরে উঠবেন

দেখুন ভিডিও:

Advertisment

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

viral